করোনায় থাবা প্রিন্স চার্লস, ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসকের ওষুধে সুস্থ হলেন ব্রিটিশ রাজপুত্র
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসকে করোনা ভাইরাসের হাত থেকে সুস্থ করেছেন এক ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসক। আজ এমনটাই দাবি করলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। আজ সাংবাদিকদের সামনে আয়ুষ মন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক আমায় ফোন করে জানিয়েছেন যিনি প্রিন্স চার্লসকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি দিয়েছেন।
আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মিশিয়ে ওষুধ তিনি প্রিন্স চার্লসকে দিয়েছিলেন, তাতেই প্রিন্স চার্লস সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি দাবি করেছেন।’ আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি কিভাবে করোনা সারিয়ে দেয়, এটি তারই একটি উদাহরণ বলে মন্তব্য করেন আয়ুষ মন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ প্রিন্স চালর্স করোনায় আক্রান্ত বলে জানায় ব্রিটিশ রাজপরিবার। তারপরই তাকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এরপরই আজ এই দাবি করলেন আয়ুষ মন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। কারণ এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে বিজ্ঞানীরা অবশ্যই পরীক্ষা করে দেখুক এই ওষুধের বিষয়ে।’