বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অলিম্পিকে পদক প্রাপ্ত সাইনা নেহওয়াল। রাজ্যসভার সাংসদ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সাইনা নেহওয়াল এবং তার বোন চন্দ্রাংশু।
এদিন বিজেপিতে যোগদান করে সাইনা বলেন তিনি নিজে ভীষণ পরিশ্রমী এবং যারা পরিশ্রম করে তিনি তাদের পছন্দ করেন। প্রধানমন্ত্রী তার কাছে অনুপ্রেরণা, তিনি বলেন প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন ও করছেন এবং তিনিও দেশের জন্য আরো অনেক কিছু করতে চান।
বিজেপি সরকারের খেলো ভারত কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন এমন একটি দল যা জাতির জন্য অনেক কিছু করেছে সেই দলে যোগদান করতে পেরে তার খুব ভালো লাগছে।
ইতিমধ্যেই অনেক পদক পেয়েছেন এই ব্যাডমিন্টন তারকা। ২০১০ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং পদ্মশ্রী সম্মান, তারপর ২০১৬ সালে পদ্মভূষণ সম্মান পেয়ে ভারতের নাম উজ্জ্বল করেছেন সাইনা নেহওয়াল। আর দশ দিন পর দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং তার আগে সাইনার বিজেপিতে যোগদান রাজনীতির ক্ষেত্রে অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference