তড়িৎ ঘোষ : যাকে একমাস আগে টেস্ট ম্যাচে দর্শক না হওয়ায় জন্য আক্ষেপ করতে শোনা গিয়েছিল সেই বিরাট কোহলিকেই ইডেন টেস্টের পর পাওয়া গেলো ঠিক বিপরীত মুডে। ইডেনে আজ তৃতীয় দিনে ৪৭ মিনিটেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরাট ইডেনের দর্শকদের প্রশংসা করেন। ম্যাচ দেখতে আসার জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলি বলেন “কলকাতা তুমি অনবদ্য, দর্শকদের সমর্থন দারুন, এই ধারা বজায় রাখো”
শুধুমাত্র বিরাট কোহলি নয় ইডেনের দর্শকে খুশি আমন্ত্রিত শচীন তেন্ডুলকার, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, হরভজন সিং সহ অন্যান্য প্রাক্তন খেলোয়াড়রাও। তাঁরাও বলেন কলকাতার দর্শকদের খেলার প্রতি এতো আগ্রহ খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দেয়।
২০০১ সালের সেই ঐতিহাসিক ইডেন টেস্টের নায়ক ভিভিএস লক্ষন ও হরভজন সিং বলেন সেদিনের ও এখনকার ইডেনের দর্শকদের মধ্যে কোন পার্থক্য নেই। আজকের এই ফুল হাউস ইডেন দেখে তারা যেন সেই আগের নষ্টালজিয়ায় ফিরে যাচ্ছেন।