কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস প্রতিহত করার নিমিত্তে যেমন চলছে গবেষনা, তারই পাশাপাশি করোনার কারন ও উদ্ভব নিয়ে চিন্তিত অনেকেই। বিভিন্ন দেশের সমালোচক ও বুদ্ধিজীবীরা একে চিনের ষড়যন্ত্র হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, যদিও উক্ত দেশের প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনার গ্রাসে বলি হয়েছেন।
বিজ্ঞানীদের মতে ইউহানের বাজার থেকে নয়, বরং সংলগ্ন এলাকার কোনো সুপ্ত গবেষনাগার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। কোভিড-১৯ করোনা যা আসলে একটি জৈব রাসায়নিক চৈনিক অস্ত্রমাত্র, যা ভুলবশত চিনেই ছড়িয়ে পড়ে। চিনা বৈজ্ঞানিকদের গাফিলতি ও ষড়যন্ত্র চাপা রাখতেই মিথ্যে গল্প রটিয়েছে চিন সরকার, এ কথা কান পাতলেই শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বহু বিতর্কমূলক পোস্ট করা হয়েছে, তবে এর সত্যতা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
বিভিন্ন ওষুধের সেবনেও বাড়তে পারে করোনার প্রকোপ, সেই নিয়েই এক চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তার ক্যাপশনেই জানিয়ে দিলেন সবটুকু। সুস্মিতা লিখছেন, “ #গুরুত্বপূর্ন, যখন আমরা বাড়িতেই আছি তখন দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। উক্ত তথ্যটি আপনার এবং আপনার পরিবারের সচেতনতার জন্য। আমার কথাগুলি ডাক্তারের কাছ থেকে যাচাই করে নিতেই পারেন যা আমি এক কর্নেলের কাছ থেকে জানতে পেরেছি।”
“ভিয়েনার গবেষনাগারে এই নিয়ে রিসার্চ করার সময় জানা গিয়েছে এমন বহু মানুষ করোনায় মারা গিয়েছে যারা আইবুপ্রোফেন ওষুধের সেবন করতেন
তাই এটি ভুল করেও খাবেন না!! এবং যারা বেঁচে ফিরেছেন তারা এই পথ্য নেননি। তাই আপনার যদি কোনোরকম জ্বরের লক্ষন থেকে থাকে তাহলে প্যারাসিটামল নিন। দেখুন এই ভাইরাস আইবুপ্রোফেনের উপর আঘাত হানতে সক্ষম!! তথ্যটি সকলকে জানিয়ে দিন এবং এই সংক্রান্ত বহু প্রতিবেদন আপনারা অনলাইনেই পেয়ে যাবেন, সকলে নিরাপদে থাকুন।”
এই বার্তা নেটদুনিয়ায় বহু অজানা তথ্য ফাঁস করেছে। করোনা রহস্যের সঠিক সমাধান না হলেও পথ্য সম্পর্কে এক বিশেষ তথ্য আরও বেশি করে ছড়িয়ে দেওয়া উচিৎ বলে মনে করলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।