ভাইরাল হওয়ার যুগে প্রতিমুহূর্তের সংবাদ শিরোনামে স্থান পাচ্ছে একের পর এক ভিডিও কিংবা ছবি। বিশেষ করে যদি সেই ভিডিও কিংবা ছবিটি হয় সাহসী, তবে তো আর কোন কথাই নেই। চোখের পলকে কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত ভিউ অর্জন করে নেয় সেগুলি। আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরে এমন একাধিক ছবি কিংবা ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। যেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সময় নিজেও বুঝতে পারেননি অনেকেই। আর সেগুলি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে, মুহূর্তের মধ্যে সংবাদ শিরোনামে স্থান পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা।
শুরুতেই আমরা আপনাদের বলি, আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের মাধ্যমে যে কেউই সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হতে পারে। ইতিমধ্যে এমন একাধিক সাধারণ ব্যক্তি সেলিব্রেটিতে পরিণত হয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কনটেন্ট শেয়ার করেছেন। তবে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে পরিণত হওয়ার যদি তালিকা তৈরি করা হয়, তবে নিঃসন্দেহে সেই তালিকায় যুবকদের চেয়ে অধিক মাত্রায় স্থান পেয়েছেন যুবতীরা। বিশেষ করে তারা তাদের সাহসীকতায় ভরা ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে পরিণত হয়েছেন সেলিব্রেটিতে।
তবে আজ আমরা আপনাদের জন্য কোন রকম সাহসী ভিডিও-র রিভিউ নিয়ে আসেনি। বরং আজ আমরা আপনাদের জন্য এমন একটি মনোমুগ্ধকর ডান্সের ভিডিও নিয়ে এসেছি, যেটি আপনি আপনার পরিবারের সকলের সাথে বসে উপভোগ করতে পারবেন। আপনারা ইতিপূর্ব নিশ্চয়ই জনপ্রিয় হিন্দি গান তথা “ম্যানে পায়েল হে ঝংকায়ী”-তে একাধিক ডান্সের ভিডিও দেখেছেন। তবে সম্প্রতি কনিষ্কা নামের এক তরুণী নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি শেয়ার করেছেন, আমরা নিশ্চিত আপনি সেই ভিডিওটি দেখলে ওই তরুণীর প্রশংসা করতে বাধ্য হবেন।
কয়েক মিনিটের ওই ভিডিওটি দুই বছর আগে সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন ওই তরুণী। যেখানে তাকে রক্ত রাঙ্গা লাল ড্রেসে জনপ্রিয় হিন্দি গান তথা “ম্যানে পায়েল হে ঝংকায়ী”-তে মনমুগ্ধকর পারফরমেন্স করতে দেখা গেছে। আপনি জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটি ১১ লাখের বেশি মানুষ উপভোগ করেছে। যার মধ্যে ১৮ হাজারের বেশি মানুষ পছন্দ করেছে ভিডিওটি।
Actor-singer Halle Bailey and rapper-YouTuber DDG have formally dropped the restraining orders they filed against…
Pop singer Madison Beer and NFL quarterback Justin Herbert drew attention this week with consecutive…
The entertainment community is mourning the sudden death of Jamar Champ, husband of Love &…
The Detroit Lions have locked in one of their defensive cornerstones for the long haul.…
Roblox’s Tank Game has released new redeemable codes for October 2025, offering players free in-game…
Apple has officially released the iOS 26.1 Release Candidate (RC) to developers and beta testers,…