নয়াদিল্লি: লাদাখে যখন ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন আরও বেশ কিছু চিনা অ্যাপকে নিষিদ্ধ করল ভারত। করোনা ভাইরাস পরিস্থিতির সময়কাল থেকে যত দিন যাচ্ছে তত চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ততায় পরিণত হচ্ছে। আর এই তিক্ততার জেরে এর আগে একাধিক চিনা অ্যাপ এ দেশে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
জানা গিয়েছে, আইটি অ্যাক্টের ৬৯এ ধারা অনুযায়ী ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল এই অ্যাপগুলি ৷ এই ব্যান অ্যাপগুলির তালিকায় রয়েছে, আলিবাবা সংস্থার আলিএক্সপ্রেস, ক্যামকার্ড, স্ন্যাক ভিডিওর মতো মোট ৪৩টি অ্যাপ৷ এই অ্যাপগুলি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপদজনক হতে পারে। এমনকি এই অ্যাপগুলির মাধ্যমে তথ্য চুরি হতে পারে বলেও দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তাই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
Govt of India blocks 43 mobile apps from accessing by users in India, under section 69A of the Information Technology Act. Action taken based on inputs regarding these apps for engaging in activities prejudicial to India's sovereignty, integrity, defence, security & public order. pic.twitter.com/ACVffY3SKF
— ANI (@ANI) November 24, 2020
প্রসঙ্গত, এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, ক্লাব ফ্যাক্টরি সহ আরও একাধিক চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল ভারত। আর যখনই এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়, তখনই চিনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এবারও যে তার অন্যথা হবে না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।