কলকাতানিউজ

রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ছেলে, বাবার সদস্যপদ খারিজ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

Advertisement

শিক্ষিত ও চিকিৎসক হওয়া সত্বেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন কলকাতার প্রথম করোনা আক্রান্তের বাবা। আর সেজন্য তাকে মাশুল ও গুনতে হল। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওই তরুনের বাবার সদস্যপদ আজ খারিজ করল। সংগঠনের পক্ষ থেকে ডাঃ শান্তনু সেন জানিয়েছেন যে চিকিৎসক হয়েও তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় উনি দিয়েছেন, সেখানে এই করা ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না।

আক্রান্ত তরুনের বাবা ছেলে ইংল্যান্ড থেকে ফিরলে তাকে হাসপাতালে নিয়ে যেতে বললেও নিয়ে যাননি। আবার নদীয়াতে গিয়ে প্রায় ৮ জন শিশুর চিকিৎসা ও করেন। পরে তাকে পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে যা নিশ্চিন্ত করে প্রশাসনকে।

আরও পড়ুন : ৫০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারী ওয়ার্ক ফ্রম হোম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তরুনের মা ও নবান্নের উচ্চপদস্থ আমলা। তার ও এরকম আচরণ দেখে ক্ষুব্দ হন মুখ্যমন্ত্রী। তিনি সুপষ্ট জানিয়ে দেন যে কেউ বিদেশ থেকে ফিরে নিজে থেকে কোয়ারেন্টাইনে না গেলে তাকে জোর করে আইসোলেশনে পাঠানো হবে এবং এইসমস্ত কাজ তিনি একদম বরদাস্ত করবেন না। প্রসঙ্গত, আক্রান্ত তরুনের চিকিৎসা চলছে এবং তার মা বাবা ও গাড়ির দুই ড্রাইভারের করোনা রিপোর্ট ও নেগেটিভ এসেছে।

Related Articles

Back to top button