ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক রণতরী, উদ্বোধনী অনুষ্ঠানে জন্য শহরে এসেছেন বিপিন রাওয়াত

কলকাতা: লাদাখে ভারত-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে যেভাবে পাকিস্তান দিনের পর দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে, তাতে ভারতের স্থলসেনার পাশাপাশি নৌসেনা এবং বায়ুসেনাকেও আরও শক্তিশালী হতে হবে। তাহলেই শত্রুপক্ষের দেশকে মোকাবিলা করা সহজ হবে। আর ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা GRSE। আজ, সোমবার প্রজেক্ট 17A নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

এই অত্যাধুনিক উচ্চমানের রণতরী তৈরিতে ১৯ হাজার ২৮৯ কোটি টাকা খরচ হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধনের জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সেনাবাহিনীতে থাকার দৌলতে বিপিন রাওয়াতকে চিফ ডিফেন্স স্টাফ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই প্রথম চিফ ডিফেন্স স্টাফ হওয়ার পর বাংলায় এসেছেন বিপিন রাওয়াত। এই রণতরী ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী তিনি।

ভারতীয় নৌবাহিনীতে তিন ধরণের রণতরী রয়েছে৷ আকার ও আয়তনের দিক থেকে বড় রণতরী হল ডেসট্রয়ার, দ্বিতীয় ফ্রিগেটস আর  তৃতীয় করভেটস৷  তিনটি  ক্লাসের ফ্রিগেটস হয়৷ এক শিবলিক ক্লাস, দ্বিতীয়টি  তালবার ক্লাস , ও তৃতীয় ব্রহ্মপুত্র ক্লাস৷ নীলগিরি বা প্রজেক্ট 17 A হল শিবালিক ক্লাসের রণতরী বা ফ্রিগেটস৷ সুতরাং, সব মিলিয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে এটা শক্তি বাড়ানোর একটা মোক্ষম সুযোগ, এমনটা বলাই যায়।