নিউজরাজ্য

বিঘের পর বিঘে জমিতে ভাসছে ইন্ডিয়ান অয়েল, কৃষকের মাথায় হাত

Advertisement

বিঘের পর বিঘে জমিতে ভাসছে তেল, মাথায় হাত পড়েছে কৃষকদের। এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসি থানার পাড়াজ স্টেশন সংলগ্ন এলাকায়। ইন্ডিয়ান অয়েল এর পাইপ থেকে ফুটো করে তেল চুরি করেছে দুষ্কৃতীরা। আর সেই অংশটি থেকেই সমানে তেল বেরিয়ে ভেসে গিয়েছে বিঘের পর বিঘে জমি।

দুষ্কৃতীরা পাইপলাইনে ড্রিল করে সেখানে ফুটো করে, সেখান থেকে তেল নেয় এবং সেখানে লাগিয়েছিল তারা ভালব কিন্তু সেই তেল বের করার পরে সেই ভালবটি আর ঠিকঠাকভাবে আটকানো হয়নি। যার ফলস্বরূপ ক্রমাগত তেল বেরোতে থাকে।

আরও পড়ুন : রাজ্যে ঢুকছে উত্তরের হাওয়া, এক ধাক্কায় অনেকটাই নামল পারদ

ধান কাটার পরে জমি ফাঁকা পড়ে ছিল আর এই সুযোগের সদ্ব্যবহার করে দুষ্কৃতীরা। ফাঁকা জমি দেখে তারাও তাদের কাজ সেরে নেয়, কিন্তু এইদিকে কৃষকের মাথায় হাত পড়েছে। তেল গাছ নষ্ট করে দেয় বিয়ের পর বিঘে জমি তে এইভাবে তেল ছড়িয়ে যাওয়াতে জমিও নষ্ট হতে পারে। কতটা ক্ষতি হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।

সাথে সাথে খবর পেয়ে ইঞ্জিন অয়েলের আধিকারিকরা হাজির হয়েছেন, এই জায়গায় সেখানে তারা নানান রকম যন্ত্রপাতির সাহায্যে জমিতে পড়ে থাকা তেল উদ্ধারে তৎপর হয়েছেন।

Related Articles

Back to top button