আর কয়েকদিনের মধ্যেই ভারতের ডাক পরিষেবায় বেশ কয়েকটা বড় বড় পরিবর্তন আসতে চলেছে। দেশের অধিকাংশ মানুষের কথা মাথায় রেখে ভারতীয় ডাক বিভাগ বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে আসতে শুরু করেছে। ডাক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে তারা ২০২৬ সালের মধ্যে একটি টার্গেট নিয়েছে, যেখানে তারা জানিয়েছে এবার থেকে কিন্তু পার্সেলের চার্জ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতীয় ডাক বিভাগে তরফ থেকে ১৫ শতাংশ করে পার্সেল চার্জ জারি করা হয়, তবে এই চার্জ এবারে বাড়িয়ে ২৪ শতাংশ করা হবে। এতদিন পর্যন্ত কম দামে পার্সেল পাঠানো যেত, তবে এবারে আর ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে সস্তায় পার্সেল পাঠাতে পারবেন না আপনি। আগামী বছর থেকেই পার্সেল এর চার্জ বৃদ্ধি করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে পার্সেল করা হয় সেগুলির দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
এতদিন পর্যন্ত পার্সেলের ওজন যেখানে ৫০০ গ্রাম হিসেবে গ্রহণ করা হতো সেখানেই ওজন বাড়িয়ে ২০০০ গ্রামের হিসেব নেওয়া হয়েছে। ৫০০ গ্রামের বেশি পার্সেল এর ওজন হলে এটা রেজিস্টার্ড পার্সেল হিসেবে গণ্য করা হতো। পাশাপাশি রেজিস্টার্ড বুক প্যাকেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। এতদিন পর্যন্ত এই বুক প্যাকেট পরিষেবা ব্যবহার করে ম্যাগাজিন এবং অন্যান্য পাবলিশার্সদের বই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত। তবে এবার থেকে এই ধরনের পার্সেল এর ৫০ গ্রামের দাম ৪ টাকা হিসেবে ধরা হবে। পাশাপাশি, ইলেকট্রনিক মানি অর্ডার ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে।
তবে এজন্যে চার্জও বেশি কাটা হবে। এমনই বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করার কথা ভাবছে ভারতীয় ডাক বিভাগ। তবে ডাক বিভাগের অন্য পরিষেবাগুলি যেমন ছিল তেমনই থাকবে বলেই খবর মিলেছে। চিঠি পাঠানো, পোস্টকার্ড, বিদেশে প্যাকেট পাঠানো সবেতেই বাড়তি চার্জ কেটে নেওয়া হবে। এগুলি পোস্ট অফিসের কাউন্টার থেকে এতদিন যেভাবে কেটে নেওয়া হত তেমনই নেওয়া হবে বলেই খবর মিলেছে।