নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের পর এখনও পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হয়নি গোটা দেশ জুড়ে রেল পরিষেবা। তবে বাণিজ্যনগরী মুম্বইতে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। কিছু কিছু জায়গায় চলছে স্পেশাল ট্রেনও। আর এবার রেলের নয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাড়তে চলেছে টিকিটের দাম। জানা গিয়েছে, টিকিটের ওপর ইউজার ডেভেলপমেন্ট ফি চাপাতে পারে রেল। আর তার জেরে বাড়তে পারে টিকেটের দাম। কেন্দ্র রেলের এই সিদ্ধান্তে সম্মতি জানাবে বলে মনে করা হচ্ছে।
সূত্রে খবর, পরের মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার মিটিংয়ে ইউজার ডেভেলপমেন্ট ফি বসানোর ব্যাপারে আলোচনা হতে পারে। আর সেখানেই সম্মতি জানাতে পারে কেন্দ্র। তবে এই ফি বসানোর ফলে বাড়তে পারে রেলের টিকিটের দাম। অর্থাৎ বাড়তি টাকা যাত্রীদের থেকেই আদায় করা হবে। এর ফলে ট্রেনের স্লিপার ক্লাস ও এসি টিকিটের দাম ১০ থেকে ৩৫ টাকা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এই ইউজার ডেভলপমেন্ট ফি বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে বিভিন্নরকম হবে। মোট পাঁচ রকমের ফি হবে বলে জানা গিয়েছে।
এবার দেখে নিন কতটা বাড়তে পারে ট্রেনের দাম
এসি-১ : ৩৫-৪০ টাকা।
এসি-২: ৩০ টাকা
এসি-৩: ২৫-৩০ টাকা।
স্লিপার ক্লাস: ১০ টাকা।