সংঘর্ষের প্রতিবাদ ভারতের, চিনের সাথে চুক্তি বাতিল করলো ভারতীয় রেল

চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, ২০০৬ সালে কানপুর-দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ৪১৭ কিলোমিটার দীর্ঘ ফ্রেট করিডোরে সিগনালিং ও টেলিকমের দায়িত্ব দেওয়া হয়েছিল চীন সংস্থা চায়না রেলওয়ে…

Avatar

চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, ২০০৬ সালে কানপুর-দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ৪১৭ কিলোমিটার দীর্ঘ ফ্রেট করিডোরে সিগনালিং ও টেলিকমের দায়িত্ব দেওয়া হয়েছিল চীন সংস্থা চায়না রেলওয়ে সিগন্যাল এন্ড কমিউনেশন নিগমকে। এবার সেই চুক্তি বাতিল করল ভারতীয় রেল। এর পাশাপাশি বিএসএনএল এবং এমটিএনএল-এর ফোর জি পরিষেবার ক্ষেত্রে ও চিনা সরঞ্জাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চিনা সরঞ্জামের ব্যবহার বন্ধ করে তার পরিবর্তে নতুন করে টেন্ডার ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে থেকেই চিনা সামগ্রী বয়কটের ডাক তোলা হয়। মূলত মে মাসের শুরুতে ভারত-চীন সংঘাত শুরুর পর থেকেই চিনা সামগ্রী বয়কটের দাবি উঠতে শুরু করে। এই চিনা সামগ্ৰী বয়কটের বার্তা দেন লাদাখের ম্যাগেসেসে জয়ী শিক্ষক সোনম ওয়াংচুক। এনার ওপর ভিত্তি করে থ্রি ইডিয়টস ছবিতে র‍্যাঞ্চোর চরিত্রটি লেখা হয়েছিল।

চিনে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন দেশবাসী। দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ চলে। চিনের প্রেসিডেন্টের ছবি ও কুশপুতুল পোড়ানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিক্ষোভ দেখান।  দেশের বিভিন্ন প্রান্তে চিনা দূতাবাস সহ সেদেশের একাধিক প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখানো হয়।