ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই বিষয়ে আগে থাকতে জানা থাকলে যাত্রীদের খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় না। সম্প্রতি ভারতীয় রেল এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যা সকলের জানা প্রয়োজন।
ভারতীয় রেল সম্প্রতি একটি নোটিশ জারি করে জানিয়েছে যে তারা ফের একবার বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনছে। রেলের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে কেরলগামী বহু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তিত সময়সূচী ১০ জুন থেকে প্রযোজ্য হবে। পাশাপাশি পরিবর্তন আগামী ১০ জুন, ২০২৩ থেকে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত প্রযোজ্য হবে। তাই আপনি যদি ওই রুটে যাত্রা করেন তাহলে অবশ্যই যাত্রার আগে কোন কোন ট্রেনের সময়সূচী পরিবর্তিত হয়েছে, তা অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। কোন কোন ট্রেনের সময়সূচী পরিবর্তন হয়েছে এবং কখন ছাড়বে তা জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।
- ট্রেন নম্বর 12617 – এর্নাকুলাম জংশন -হযরত নিজামুদ্দিন দৈনিক মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। এখন এই ট্রেনটি তার সময়ের ৩ ঘন্টা ১৫ মিনিট আগে ছাড়বে। এই ট্রেনটি এখন এর্নাকুলাম জংশন থেকে ১০.১০ এ ছাড়বে। অন্যদিকে, ট্রেন নম্বর 12618 -হযরত নিজামুদ্দিন – এর্নাকুলাম জংশন মঙ্গলা লাক্ষাদ্বীপ ডেইলি এক্সপ্রেস ১০:২৫ টায় এর্নাকুলাম জংশনে পৌঁছবে।
- ট্রেন নম্বর 12431 তিরুবনন্তপুরম সেন্ট্রাল – হযরত নিজামুদ্দিন ত্রি-সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা ৩৫ মিনিট পিছিয়ে চলবে। এই ট্রেনটি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়বে। এই ট্রেনটি তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে ১৪:৪০ টায় ছাড়বে। অন্যদিকে, ট্রেন নম্বর 12432 – হযরত নিজামুদ্দিন-তিরুবনন্তপুরম সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস – ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে। এই ট্রেনটি রবিবার, মঙ্গলবার এবং বুধবার ০১:৫০ মিনিটে তিরুবনন্তপুরম সেন্ট্রাল পৌঁছবে৷
- ট্রেন নম্বর 22149 – এর্নাকুলাম জংশন – পুনে জংশন পাক্ষিক এক্সপ্রেসের সময়ও পরিবর্তন করা হয়েছে। এখন এই ট্রেন ছাড়বে ৩ ঘণ্টা আগে। রবিবার ও শুক্রবার এর্নাকুলাম জংশন থেকে ছাড়বে।
- ট্রেন নম্বর – 12217 কচুভেলি-চন্ডিগড় দ্বি-সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসও ৪ ঘণ্টা ২০ মিনিট আগে ছাড়বে। সোমবার ও শনিবার কচুভেলি থেকে এই ট্রেনটি ছাড়বে।
- ট্রেন নম্বর – 20923 তিরুনেলভেলি জংশন – গান্ধিধাম জংশন সাপ্তাহিক হামসফর সুপারফাস্ট ২ ঘণ্টা ৪৫ মিনিট আগে ছাড়বে
- ট্রেন নম্বর – 22655 এর্নাকুলাম জংশন – হযরত নিজামুদ্দিন সুপারফাস্ট ট্রেনটিও ৩ ঘন্টা আগে ছাড়বে।
- ট্রেন নম্বর – 12483 কচুভেলি-অমৃতসর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসও ছাড়বে ৪ ঘণ্টা ২০ মিনিট আগে।