রাজ্যগুলিতে লকডাউনের জেরে বন্ধ হবে কি দূরপাল্লার ট্রেন? কি জানালো ভারতীয় রেল
৩০ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল ৮৮ টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ও ৪৫ টি উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতবর্ষের বুকে। চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দিনে দিনে বেগতিক হয়ে যাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। এপ্রিল মাসের শুরুতে দৈনিক সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য বেডের অভাব পড়েছে। রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৭ দিনের জন্য দিল্লিতে লকডাউন করার ঘোষণা করেছেন। তবে এরইমাঝে প্রশ্ন উঠেছিল যে দিল্লিতে লকডাউন চলাকালীন দূরপাল্লার ট্রেন কি বাতিল হয়ে যাবে?
ভারতীয় রেল আজ সকালে স্পষ্ট জানিয়ে দিয়েছে, “কার্ফু জারি থাকলেও কোন ট্রেন এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। এছাড়া চলতি সপ্তাহে বিহারগামী চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।” আসলে গত বছরের স্মৃতি উস্কে আবারো গতকাল লকডাউন এর কথা শুনে দিল্লির বাস স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে রেল মন্ত্রকের এক মুখপাত্র ডিজে নারায়ন বলেছেন, “অযথা গুজবে কান দেবেন না। গতকাল থেকে দিল্লি ছাড়ার জন্য স্টেশনে স্টেশনে অনেক ভিড় হচ্ছে। পরিস্থিতি এখনো খারাপ হয়নি। মানুষ ভাবছে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। তবে এটা সত্যি নয়। আজকে না যেতে পারলে কালকে যেতে পারবেন। আতঙ্কের কোন কারণ নেই।”
সেই সাথে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুর্ববর্তী পরিস্থিতি তুলনায় ৭০ শতাংশ ট্রেন চলছে। ৩০ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল ৮৮ টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ও ৪৫ টি উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে। তবে এখন শুধুমাত্র কনফার্ম টিকিট নিয়ে যাত্রীরা স্পেশাল ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবে। ট্রেন ছাড়ার দেড় ঘন্টা আগে প্লাটফর্মে ঢুকে যেতে হবে। এছাড়া স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য প্লাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে।