Today Trending Newsদেশ

Indian Railways: রেল যাত্রীদের জন্য সুখবর, এবার রোগীদের টিকিটে ৭৫ শতাংশ ছাড় দিচ্ছে ভারতীয় রেল

ভারতীয় রেল টিকিটের ক্ষেত্রে যে ডিসকাউন্ট দিয়ে থাকে, সেটি দুরারোগ্য ব্যাধিতে পীড়িত ব্যক্তিরা গ্রহণ করতে পারেন।

Advertisement

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল যোগাযোগ মাধ্যম তথা ভারতীয় রেল বিগত শত বছর ধরে কোটি কোটি মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করছে। জীবিকা নির্বাহের পাশাপাশি কোটি কোটি মানুষ প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ডে পৌঁছানোর পাশাপাশি ভ্রমণ পিপাসু অভিযাত্রীরা পৌঁছে যান নিজেদের গন্তব্যে। তবে অগণিত মানুষ ভারতীয় রেলের উপর নির্ভরশীল হলেও বেশিরভাগ মানুষ ভারতীয় রেলের একাধিক সুবিধা থেকে বঞ্চিত হন শুধুমাত্র সঠিক জ্ঞানের অভাবে। কারণ, ভারতীয় রেল সাধারণ যাত্রীদের জন্য এমন একাধিক সুবিধা দিয়ে থাকে, যার তথ্য নেই বেশিরভাগ মানুষের কাছে। যে জন্য রেলওয়ে অফ ইন্ডিয়ার দেওয়া সুযোগ থেকে বঞ্চিত হন অনেকেই।

আমরা আপনাদের বলি, ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনের টিকিটে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে। তবে সাধারণ যাত্রীরা জানেন ভারতীয় রেল শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের ক্রিকেটের উপর ছাড় দিয়ে থাকেন। তবে আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের টিকিটের ওপরে ছাড় নয়, ভারতীয় রেল এমন একাধিক ক্ষেত্রে সাধারণ যাত্রীদের টিকেটর ওপরও ছাড় দিয়ে থাকে। আজ্ঞে হ্যাঁ, বিগত কয়েক দশক ধরে ভারতীয় রেল গুরুতর অসুস্থ ব্যক্তিদের টিকিটের ক্ষেত্রে বিরাট ছাড় দিচ্ছে। পাশাপাশি, সীমন্ত রক্ষার কাজে নিয়োজিত সেনারা শহীদ হলে তার পরিবারের প্রত্যেকটি সদস্যের টিকিটের ক্ষেত্রেও বিরাট অংকের টাকা ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল।

চলুন জেনে নেওয়া যাক, কারা ভারতীয় রেলের এই দুর্দান্ত সুযোগ গ্রহণ করতে পারেন-

ভারতীয় রেল টিকিটের ক্ষেত্রে যে ডিসকাউন্ট দিয়ে থাকে, সেটি দুরারোগ্য ব্যাধিতে পীড়িত ব্যক্তিরা গ্রহণ করতে পারেন। যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ক্যান্সার কিংবা সংক্রমণ নয় এমন গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে টিকিটের ওপর ৭৫ শতাংশ ছাড় দেয় ভারতীয় রেল। তাছাড়া, রেলের চাকরির পরীক্ষার ক্ষেত্রে ছাত্রদের টিকিটের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে রেলওয়ে অফ ইন্ডিয়া। পাশাপাশি, ৬০ উত্তীর্ণ যেকোনো ব্যক্তি বয়স্ক কোটায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে টিকিট ক্রয় করতে পারেন। তবে এই সমস্ত সুযোগ গ্রহণ করতে হলে অবশ্যই যাত্রীদের উপযুক্ত প্রমাণ সহ ভারতীয় রেলের কাছে টিকিট ক্রয়ের জন্য আবেদন করতে হবে।

Related Articles

Back to top button