আজকাল শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। এছাড়া বিশেষ অফিশিয়াল কাজে বা এমার্জেন্সিতে দূরে কোথাও যেতে হলে ভরসা একমাত্র এই তৎকাল টিকিট। তবে এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। আপনি ভারতীয় রেলের IRCTC অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তবে এই তৎকাল টিকিট কাটার আগে বেশ কিছু জিনিস আপনার অবশ্যই জানা প্রয়োজন। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভারতীয় রেলের তৎকাল টিকিট ব্যবস্থা
তৎকাল টিকিটের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশেষ করে ছুটির দিন বা উৎসবের সময় এই চাহিদা আরও বেড়ে যায়।তৎকাল কোটায় সীমিত সংখ্যক আসন থাকে। ফলে, অনেক সময় বুকিং শুরুর সাথে সাথেই আসন ফুরিয়ে যায়। আপনি যেই দিন যাত্রা করবেন তার ঠিক একদিন আগে পাওয়া যায় তৎকাল টিকিট। আপনি যদি এসিতে তৎকাল টিকিট কাটতে চান তাহলে ঠিক সকাল ৯:৫৮ তে IRCTC অ্যাপে লগইন করুন। কারণ ১০:০০ টায় AC তৎকাল বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসে তৎকাল টিকিট বুক করার সময় সকাল ১১টা। এই ক্ষেত্রে ১০:৫৮ এ লগইন করুন।
তৎকাল টিকিট বুকিং পদ্ধতি
১) IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যান এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২) আপনার যাত্রার স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের তারিখ লিখুন।
৩) তারপর ‘সার্চ’ বোতামে ক্লিক করুন।
৪) আপনার পছন্দের ট্রেনটি নির্বাচন করুন এবং ‘এখনই বুক করুন’ এ ক্লিক করুন।
৫) সমস্ত যাত্রীর নাম, বয়স, লিঙ্গ এবং বার্থ পছন্দ পূরণ করুন।
৬) তাত্ক্ষণিক কোটা নির্বাচন করুন।
৭) প্রদত্ত ক্যাপচা সঠিকভাবে পূরণ করুন।
৮) আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি দিয়ে পেমেন্ট করুন।
৯) সফল বুকিংয়ের পরে, আপনার ই-টিকিট ডাউনলোড করুন।
কনফার্ম তৎকাল টিকিট পাওয়ার উপায়
এছাড়া জরুরী জিনিস হল টিকিট বুক করার আগেই একটি মাস্টার তালিকা প্রস্তুত করুন যাতে টিকিট বুকের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন থাকবে। আগে থাকতেই আইআরসিটিসি ওয়েবসাইটে ‘মাই প্রোফাইল’ সেক্টরে মাস্টার তালিকা তৈরি করে নিন। নাম, বয়স, আইডি কার্ড এবং জন্মগত পরিচয়পত্রের মতো জিনিসগুলি পূরণ করে যাত্রীদের একটি তালিকা তৈরি করুন। এরপর টিকিট বুকিং এর সময় মাত্র এক ক্লিক করেই আপনার সমস্ত বিবরণ আপনি মুহূর্তের মধ্যে পূরণ করে নিতে পারবেন।