Indian Railways: ট্রেনের কম্বল তো গায়ে দেন, প্রতিদিন এটা পরিষ্কার করা হয় কি?
ভারতীয় রেলওয়েতে যাত্রীদের জন্য যে কম্বল সরবরাহ করা হয় তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক অভিযোগ রয়েছে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছিলেন, যাত্রীদের ব্যবহার করা কম্বল প্রতি মাসে অন্তত একবার ধোয়া হয়ে থাকে। মেশিন পরিচালিত লন্ড্রিতে স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট এবং কেমিক্যাল দিয়ে এই কাজ করা হয়ে থাকে। তবে, অনেক সময় দেখা যায় সরকারের দেওয়া কম্বল নোংরা থাকে। নোংরা কম্বল গায়ে দিলে ত্বক এবং শ্বাস-প্রশ্বাসে নানা রকম সমস্যা এবং গুরুতর রোগ পর্যন্ত হতে পারে। রেলওয়ের কম্বল পরিষ্কার করার নিয়ম হলো, প্রতি কম্বল ১৫ থেকে ৩০ দিনে একবার পরিষ্কার করা হয়। কিন্তু আদৌ কি এতটা পরিষ্কার হয় কম্বল?
ট্রেনের এই কম্বল পরিষ্কারের পদ্ধতি হলো গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে কম্বল ধোয়া হয়। কিছু রেলওয়ে অঞ্চলে ইউ ভি স্টেরিলাইজেশনের মত আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় কম্বল ধোয়ার জন্য। কম্বলের পাশাপাশি চাদর এবং বালিশের কভার দেওয়া হয়ে থাকে যাত্রীদের।
যাত্রীদের মধ্যে প্রধান অভিযোগ হল, কম্বল যথাযথভাবে পরিষ্কার না হওয়া। পাশাপাশি, যেহেতু কম্বল ১৫ দিন থেকে ৩০ দিনের মধ্যে ধোয়া হচ্ছে সেক্ষেত্রে একাধিক যাত্রীরা ব্যবহার করছেন এই কম্বল। ফলে পরিষ্কার পরিচ্ছন্ন তার নিশ্চিত থাকেনা। দীর্ঘদিন ব্যবহারের ফলে কম্বলের মানের অনেকটা অবনতি হয়ে যায়। রেলওয়ে নিজস্ব লন্ড্রি সুবিধা ব্যবহার করে কম্বল পরিষ্কার করে। কিন্তু অনেক সময় আবার থার্ড পার্টি পরিষেবার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে থার্ড পার্টি কোম্পানিগুলি খুব একটা ভালো করে কম্বল পরিষ্কার করে না। ফলে সব দিক থেকেই এই কম্বল নিয়ে যাত্রীদের মধ্যে থাকে ক্ষোভ।