আপনিও কি ট্রেনে ভ্রমণ করেন? তাহলে আপনার জন্য রইল একটি চমকপ্রদ খবর। প্রবীণ নাগরিকরা আবার ট্রেনের টিকিট ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পেতে পারেন। ভারতীয় রেল শীঘ্রই প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় পুনরুদ্ধার করতে পারে, যা করোনা মহামারীর সময় বন্ধ হয়ে গিয়েছিল। প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় দেওয়া ছাড় পুনর্বহালের বিষয়টি বিবেচনা করার জন্য রেলমন্ত্রককে অনুরোধ করেছে সংসদীয় প্যানেল। স্লিপার ক্লাস, থার্ড এসি-তে প্রবীণ নাগরিকদের টিকিটের ভাড়ায় ছাড় পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
রেলমন্ত্রক যদি এই আবেদন বিবেচনা করে, তাহলে প্রবীণ নাগরিকরা আরও একবার ছাড় পেতে পারেন। তবে ২০২২ সালের ডিসেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে দিয়েছিলেন যে এই মুহূর্তে টিকিটের ভাড়া ছাড় পুনরুদ্ধার করা যাবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রেলের পেনশন ও বেতন বিল অনেক বেশি। রেলের উপর ব্যয়ের বোঝা এমনিতেই বেশি।
রেল মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রেনে ভ্রমণকারী সমস্ত নাগরিক ভাড়ার উপর গড়ে ৫৩ শতাংশ ছাড় পান। এর পাশাপাশি প্রতিবন্ধী, শিক্ষার্থী ও রোগীরা এই ছাড়ের পাশাপাশি বেশ কিছু ছাড় পেয়ে থাকেন। এর আগেও প্রবীণ নাগরিকরা এ ধরনের ছাড় পেলেও করোনা মহামারির সময় ২০২০ সালের মার্চে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এখন তা আবার ফিরিয়ে আনার দাবি উঠেছে। কমিটি উল্লেখ করেছে যে ভারতীয় রেল ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের ভাড়ায় ৪০ শতাংশ ছাড় দিত এবং মহিলাদের ন্যূনতম বয়সের ৫০ শতাংশ ছিল ৫৮ বছর।