Categories: দেশনিউজ

Indian Railways: রেলে পার্সেল পাঠানোর পদ্ধতিতে পরিবর্তন হয়েছে, ভাড়া কত হবে জেনে নিন

যারা ট্রেনে করে পার্সেল পাঠাতে চাইছেন তাদের জন্য একটা বড় আপডেট চলে এসেছে

Advertisement

Advertisement

ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের গন্তব্যে পৌঁছে থাকেন। ট্রেনে যাতায়াত করা ছাড়াও মাঝে মাঝে এক শহর থেকে অন্য শহরে যেতেও ট্রেন আপনারা ব্যবহার করে থাকতে পারেন। এই পরিস্থিতিতে আপনি সহজেই ট্রেনের মাধ্যমে আপনার যে কোন পণ্য এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠাতে পারেন। রেলওয়ে তার বেশিরভাগ আয় মালবাহী ট্রেন থেকেই করে থাকে এবং প্রতিদিন প্রচুর সংখ্যক পণ্য ট্রেন এবং পার্সেল ট্রেনের মাধ্যমে মাল পরিবহন করে থাকে রেলওয়ে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু দুটি উপায়ে পার্সেল পরিবহন করতে পারেন। প্রথমটি হল আপনি এটিকে লাগেজ বা পার্সেল হিসেবে পরিবহন করতে পারেন। এখানে লাগেজ মানে আপনি যাত্রার সময় আপনি জিনিসপত্র সাথে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনি এটিকে পার্সেল হিসেবে পরিবহন করতে পারেন। অর্থাৎ আপনি এটি কে লাগেজ নিয়ে যাচ্ছেন না, বরং শুধুমাত্র এই জিনিসটিকে নিয়ে যাচ্ছেন একটা অন্য জায়গায়। রেলপথে যেহেতু খরচ কম হয় তাই এইভাবে অনেকেই ট্রেনের মাধ্যমে জিনিসপত্র পরিবহন করে থাকে।

Advertisement

রেলপথে পণ্য পাঠানোর ভাড়া ওজন এবং দূরত্ব অনুযায়ী গণনা করা হয়ে থাকে। সাধারণত পার্সেল চার্জ লাগেজের থেকে সস্তা হয়। কিলোমিটার এবং পার্সেল চার্জ এর ওজন অনুযায়ী ভাড়ার হার সম্পর্কিত রেলওয়ে ওয়েবসাইটে উপলব্ধ। মনে করে যাকে আপনি পাটনা থেকে দিল্লী ট্রেনে ২৫ কেজি ওজনের একটি লাগেজ নিয়ে যেতে চাইছেন। এর জন্য কিন্তু আপনাকে ৩২০ টাকা ভাড়া দিতে হবে। আসলে রেলওয়ে পার্সেল চার্ট অনুযায়ী ১০৫১ থেকে ১০৭৫ কিলোমিটারের দূরত্বের জন্য ৫০ কেজি ওজনের একটি পার্সেলের ভাড়া হবে ৩২০ টাকা ১৬ পয়সা। পার্সেলের ওজন এক কুইন্টাল পর্যন্ত হলে পার্সেল চার্জ ৫৩৩ টাকা। তবে আরো কিছু চার্জ আরো করা হতে পারে যা রেলওয়ে পার্সেল কাউন্টার থেকে আপনারা জানতে পারবেন।

Advertisement

Recent Posts