ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও একবার ট্রেনযাত্রার নিয়মে পরিবর্তন আনা হল। নতুন নিয়ম অনুযায়ী যাত্রা করার সময় যাত্রীকে নিজের ঠিকানার শহরের পিনকোডও লিখতে হবে। যদি যাত্রীরা এটি না লেখে তবে টিকিট বুকিং করা যাবে না।
রেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকদের মতে করোনা সংক্রমণের জেরে চলা লকডাউন শেষ হয়ে আনলক-১ ঘোষিত হয়েছে। রেল পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছুদিন বন্ধ থাকার পর তা আবার চালু করা হয়েছে। তবে এই ট্রেনগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার ইত্যাদি নিয়মগুলি পালন করতে হবে। এছাড়াও রিজার্ভেশন টিকিটের জন্য কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে।
ভারতীয় রেলমন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী টিকিট বুকিং এর ক্ষেত্রে যে ফর্ম ফিলআপ করা হয় তাতে আরও বাড়তি কিছু তথ্য দিতে হবে। আপনি যে গন্তব্যে যাবেন সেখানকার সম্পূর্ণ তথ্য দিতে হবে। শুধুমাত্র জায়গার নাম দিলে হবে না, তার পিন কোডও দিতে হবে। কোনো যাত্রী রিজার্ভেশন ফর্মে সম্পূর্ণ তথ্য না দিলে টিকিট বুকিং হবে না। কম্পিউটারাইজড সিস্টেমের মতোই সমস্ত তথ্য দিলে মেশিন থেকে টিকিট বেরিয়ে আসবে।
যাত্রীর সমস্ত তথ্য নেওয়ার কারণ হল, যাতায়াতের মধ্যে কোনো যাত্রী বা তার সহযোগী যদি করোনা আক্রান্ত হয়ে পড়ে তবে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করা যাবে। এই কারণে, যাত্রীর গন্তব্য ও অন্যান্য তথ্য জানা জরুরি।তাই রেলমন্ত্রকের তরফ থেকে যাত্রীর মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।