ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

100 টাকা আয় করতে এত টাকা খরচ করতে হয় রেলকে, জেনে নিন রেলের অবস্থা

প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী কিন্তু ট্রেনে করে যাতায়াত করেন এবং এই পরিস্থিতিতে ভারতীয় রেল অনেককে অনেক ধরনের পরিষেবা দিয়ে থাকে

Advertisement

ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ সবথেকে বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। আমাদের ভারতীয় রেলের প্রতিটি ট্রেন প্রায় ভর্তি থাকে। ভারতীয় রেলের প্রচুর মুনাফা হয়েছে এই বছর বলে মনে করছেন অনেকে। কিন্তু এই রেল সার্ভিস দেওয়ার জন্য রেলকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। গত আর্থিক বছরে অর্থাৎ ২০২২ ২৩ আর্থিক বছরে রেলওয়েকে ১০০ টাকা আয় করতে ৯৮ টাকা খরচ করতে হয়েছিল। অর্থাৎ দেখতে গেলে আয় এবং ব্যয়ের হিসাবটা খুব একটা ভালো কিছু নয়। এই অপারেটিং রেশিও সম্পর্কে সংসদেও তথ্য দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করোনাভাইরাসের পরে রেলওয়ে ২০২২ সালে ২ লক্ষ ৪০,১৭৭ কোটি টাকা রাজস্ব অর্জন করতে পেরেছিল।

তৃণমূল কংগ্রেসের সদস্য জহর সরকার জিজ্ঞেস করেছিলেন, ভারতের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, বলেছেন ভারতীয় রেল ২০২১-২২ অর্থবছরে একটি উদ্বেগ জনক পরিস্থিতিতে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের এই নেতা গত পাঁচ বছরের রেলওয়ের বছরভিত্তিক অপারেটিং অনুপাত প্রকাশ করার দাবি জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই এই কথা ওঠে সংসদে। জহর সরকারের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ২০২৩ সালের ১৩তম রিপোর্ট ২০২২ সালের মার্চের শেষ পর্যন্ত রেলওয়ের অর্থ পরীক্ষা করা হয়েছে। এবং ইতিমধ্যেই তাদের সুপারিশ পেশ করা হয়েছে। করোনাভাইরাসের সময়টাতে ভারতীয় রেলওয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে এখন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতীয় রেল।

পাঁচ বছরের ডাটা দেখাচ্ছে ১০০ টাকা উপার্জন করতে ২০১৮-১৯ সালে ৯৭ টাকা খরচ করতে হয়েছিল ভারতীয় রেলকে। ২০১৯-২০ সালে খরচ করতে হয়েছিল ৯৮ টাকা। ২০২০ ২১ সালে খরচ করতে হয়েছিল ৯৭ টাকা ৪৫ পয়সা এবং ২০২১-২২ সালে খরচ করতে হয়েছিল ১০৭ টাকা ৩৯ পয়সা। ২০২২ সালে সেই খরচটা আবার ৯৮ টাকায় নেমেছে। বলতে গেলে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রেলওয়ে।

Related Articles

Back to top button