ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার নয়া নিয়মের সূচনা রেলের তরফে। নিয়ম না মানলে হতে পারে জরিমানাও। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় দৈনিক পত্রিকায় বলা হয়েছে, করোনার সংক্রমণ এড়াতে লকডাউনের পর নয়া নিয়ম জারি করেছে রেল। সেই নতুন আইন না মানলে যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে না। দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে সতর্ক কেন্দ্র। যার ফলে এই নিয়ম আস্তে আস্তে লাগু হবে দূরপাল্লার ট্রেন গুলিতে। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রেও চালু হবে কিনা সে সম্বন্ধে রেলের তরফে কিছু জানা যায়নি।
রেলের তরফে দেওয়া এই নতুন নিয়মটি হল, লকডাউনের পরে দেশে ট্রেন পরিষেবা সচল করা হবে আর তখন যাত্রীদের মানতে হবে বিশেষ কিছু নিয়ম। তা প্রত্যেক যাত্রীর জন্যই বাধ্যতামূলক করা হবে। এবার ট্রেনে যাত্রী ওঠানো ও নামানোয় থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। পারস্পরিক ব্যবধান রেখেই ট্রেনে বসতে হবে। নিয়ম না মানলে ট্রেনে উঠতে দেওয়া হবে না বা জরিমানা কার্যকর হতে পারে সেই যাত্রীর বিরুদ্ধে।
তবে এই নয়া নিয়ম চালু হয় লাগু হবে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে অবধি। এই কাজে লাগানো হবে ১৪,০০ অবসরপ্রাপ্ত চেন্নাইয়ের আরপিএফের রেল পুলিশকে। তবে এই নিয়ম কবে কার্যকর হবে তা জানানো হয়নি।