দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ট্রেন মিস করলে ওই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? কিভাবে করবেন জানেন?

ট্রেন ছাড়ার অন্তত আধঘন্টা আগে আপনাকে অবশ্যই স্টেশনে পৌঁছে যেতে হবে

Advertisement

দূরে কোথাও ঘুরতে গেলে সবাই ভরসা করে থাকেন ভারতীয় রেলের উপর। দেশের লাইফ লাইন হিসেবে গণ্য করা হয় ভারতীয় রেলকে। ভারতীয় রেলে আপনারা সবাই ভ্রমণ করেছেন বটে। তবে ট্রেনের বিভিন্ন নিয়ম সম্পর্কে এখনো আপনারা অবগত নন। আপনি কি জানেন কোন কারণে যদি আপনি ট্রেন মিস করে যান তবে ওই একই টিকিটে আপনি অন্য ট্রেনে চড়তে পারেন। কিভাবে একই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করা যায়, চলুন তাহলে জেনে নেওয়া যাক এর ব্যাপারে বিস্তারিত নিয়ম।

প্রেম ছাড়া আর অন্তত আধঘণ্টা আগে আপনাকে অবশ্যই স্টেশনে পৌঁছে যাওয়া উচিত। তবে কোনো কারণ নেই যদি দেরি হয়ে যায়, তাহলে হাতছাড়া হয়ে যায় ট্রেন। সেক্ষেত্রে মহা ফাঁপরে পড়েন যাত্রীরা। তবে, চিন্তার তেমন কোন কারণ নেই। ভারতীয় রেলের এমন একটি নিয়ম আছে, যাতে করে আপনি একই টিকিটে অন্য ট্রেনে যাতায়াত করতে পারেন। চলুন তাহলে এই নিয়মের ব্যাপারে বিস্তারিত জানা যাক।

কি এই নিয়ম?

যদি আপনি কোনভাবে ট্রেন মিস করেন, তবে আপনি একই রুটের অন্য ট্রেনে উঠতে পারেন। এর জন্য আপনাকে নতুন টিকিট কাটতে হবে না কোনোভাবেই। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। যদি আপনার কাছে জেনারেল টিকিট থাকে, তবেই আপনি এই সুবিধা পাবেন। আপনার কাছে জেনারেল টিকিট থাকলে আপনি এই সুবিধা পেয়ে যাবেন। আপনি যদি কোন ভাবে একটা ট্রেন মিস করে যান, তবে একই গন্তব্যে যাওয়া একই রুটের অন্য কোন ট্রেনে আপনি ওই টিকিট দেখিয়ে উঠতে পারবেন। রিজার্ভেশন অথবা আরএসি থাকা যাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন না। আপনি যদি জেনারেল টিকিট নিয়ে অন্য ক্লাসে ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলেও কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে।

রিজার্ভেশন এর যাত্রীরা কি করবেন?

যদি কোন যাত্রীর কাছে রিজার্ভ টিকিট থাকে এবং তিনি কোন কারণে ট্রেন মিস করে যান, তবে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ট্রেন ছাড়া চার ঘন্টার মধ্যে TDR ফাইল করতে হবে। ট্রেন এবং কোন শ্রেণী বা ক্লাসের টিকিট, তার উপর নির্ভর করে টিকিটের কিছু মূল্য কাটছাট করে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। যদি RAC টিকিট থাকে, তবে আপনি অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। তবে অন্য ট্রেনে ভ্রমণ করার জন্য, আপনাকে অবশ্যই নতুন টিকিট কাটতে হবে।

Related Articles

Back to top button