Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেল নিয়ে এলো সম্পূর্ণ নতুন ট্রেন, অমৃত ভারতের বিশেষত্ব জানলে একেবারে চমকে উঠবেন

আজ শনিবার অযোধ্যায় অমৃত ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলের এই নতুন সংস্করণ টি হতে চলেছে ভারতের সবথেকে আধুনিক ট্রেন গুলির মধ্যে একটি। রেলের আধিকারিকরা…

Avatar

আজ শনিবার অযোধ্যায় অমৃত ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলের এই নতুন সংস্করণ টি হতে চলেছে ভারতের সবথেকে আধুনিক ট্রেন গুলির মধ্যে একটি। রেলের আধিকারিকরা জানিয়েছেন ট্রেনটিতে সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ট্রেনটি এতটাই সূক্ষ্ম এবং উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে যে এটিকে জার্ক ফ্রী ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে।

কিন্তু কেন জার্ক ফ্রী ট্রেন? রেলের তরফে জানানো হয়েছে এই ট্রেন নির্মাণ করতে সম্পূর্ণ নতুন ধরনের কাপলার ব্যবহার করা হয়েছে যার নাম হল সেমি পার্মানেন্ট কাপলার। এই কাপলার ব্যবহারের ফলে যাত্রা সম্পূর্ণ স্মুদ হবে এবং আপনার কোন রকম সমস্যা হবে না। তার পাশাপাশি এই ট্রেনের গতি কিন্তু খুব একটা কম নয়। এই ট্রেনের গতি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি সেমি পার্মানেন্ট কাপলার প্রযুক্তি ছাড়াও এই ট্রেনে বেশ কিছু নতুন এবং বিস্ময়কর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটারে ব্যবহার করা হয়েছে হরাইজন্টাল স্লাইডিং উইন্ডো সিস্টেম, ইমারজেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট এবং আরো অনেক কিছু। সব থেকে বড় কথা হল এখানে থাকছে ডাস্ট শিল্ড ওয়াইডার গ্যাঙ্গয়ে এবং এরোসল বেস ফায়ার সাপ্রেশন সিস্টেম এর মত বেশ কিছু ব্যবস্থা। এই ট্রেনে কিন্তু আপনারা বায়ো টয়লেট পেয়ে যাবেন। রিজার্ভেশন চার্জ এবং অন্যান্য চার্জ বাদ দিলে এই ট্রেনে এক কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া লাগবে ৩৫ টাকা। এই গোত্রের অন্যান্য ট্রেনের ভাড়ার থেকে ১৫ থেকে ১৭ শতাংশ বেশি ভাড়া এই ট্রেনে।

About Author