Railway Ticket: কত নম্বর পর্যন্ত আপনার ওয়েটিং টিকিট নিশ্চিত হতে পারে? রেলওয়ে জানিয়ে দিয়েছে পুরো হিসাব
আপনি যদি উৎসবের মরশুমে যাতায়াত করতে চান তাহলে ট্রেনের এই ওয়েটিং লিস্টের বিষয়টা আপনাকে জানতে হবে
যারা ট্রেনে ওয়েটিং লিস্টে টিকিট পেয়ে থাকেন তাদের ট্রেনে ভ্রমণ করা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়। মাঝেমধ্যে মনে হয় টিকিট কনফার্ম হবে কিনা, আবার কোন কোন সময় মনে হয় টিকিট ক্যানসেল করে দিই। ফলে ভ্রমণ পরিকল্পনা করতে বেশ খানিক অসুবিধা হয় সেই সমস্ত মানুষের। এছাড়াও ছুটির দিনে যেতে হয় বলে অফিসে কর্মরত লোকজন অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যান। যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা সেটা আগে থেকে জানা যায় না। যদিও বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা আগে থেকে জানিয়ে দেওয়া হয়, তবে মাঝেমধ্যে কিন্তু ভুল হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখেই রেলওয়ে নিজেই একটা নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে যার মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনার ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হবে কি হবে না।
উৎসবের মৌসুমে কিন্তু ট্রেনে বেশিরভাগ সময় টিকিট পেতে অসুবিধা হয়। কিন্তু ট্রেনে অপেক্ষমাণ তালিকা অনেক ক্ষেত্রে পাঁচশোর উপরে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা ভীষণ কম। ওয়েটিং টিকিটের নিশ্চিতের বিষয়টা দুটি উপায়ে জানা যায়। প্রথমটি হল সাধারণ পদ্ধতিতে এবং দ্বিতীয়টি হলো রেলওয়ে জরুরী কোটার মাধ্যমে।
নিশ্চিতকরণ সূত্র
গড়ে ২১ শতাংশ মানুষ ট্রেনের রিজার্ভেশন করার পরে তাদের টিকিট বাতিল করে থাকেন। এটা একটা পূর্ব নির্ধারিত গড় হিসাব। অর্থাৎ নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা আপনার ২১ শতাংশ থাকে। অর্থাৎ স্লিপার কোচে ৭২ টি আসনের মধ্যে ১৪টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রায় চার থেকে পাঁচ শতাংশ মানুষ টিকিট কেটে ট্রেনে যাত্রা করেন না। এক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ অর্থাৎ ১৮টি সিট নিশ্চিত হতে পারে।
পুরো ট্রেনে কয়টি আসন নিশ্চিত করা যায়?
উদাহরণ স্বরূপ আপনি যে কোন ট্রেনে ১০টি স্লিপার কোচ পেয়ে যাবেন। তাদের ১০টি কোচে ১৮টি করে আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ওয়েটিং লিস্টে আপনারা ১৮০ টি সিট পর্যন্ত নিশির পেয়ে যাবেন। একই সূত্র দ্বিতীয় এবং তৃতীয় এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। এ পাশাপাশি রেলওয়ে একটি জরুরী কোটা জারি করেছে সম্প্রতি। এখানে আপনারা দশ শতাংশ আসন সংরক্ষিত অবস্থায় পেয়ে যেতে পারেন। স্লিপার, সেকেন্ড এসি, থার্ড এসি এবং ফার্স্ট এসিতে আলাদা আলাদা সংখ্যায় সিট পেয়ে যাবেন। যদি কোনোভাবে কেউ অসুস্থ অথবা অভাবী হয়ে থাকেন তাহলে তারা এই সিট পাবেন। উদাহরণস্বরূপ, রেলওয়ে এই কোটার অধীনে দশটি টিকিটের মধ্যে মাত্র ৫% টিকিট নিশ্চিত দিয়ে থাকে। বাকি ৫ শতাংশ ওয়েটিং লিস্টে চলে যায়।