Indian Railways: নিশ্চিন্তে করুন সফর, মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বীমা সুবিধা দিচ্ছে ভারতীয় রেল
বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রেল পরিষেবা (Indian Railways) রয়েছে ভারতের। গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য রেলপথ যা এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে জুড়ে দিয়েছে। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন রেলে। আর যাত্রীদের সুবিধার্থে নানান ভাবে আপডেট হয়ে চলেছে ভারতীয় রেল। তবুও দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। প্রতিদিন এত ট্রেন চলাচল করে বিভিন্ন রুটে। দুর্ঘটনার খবরও শোনা যায় মাঝে মাঝে। তবে যাত্রীদের জন্য রয়েছে বীমার সুবিধা যাতে ১০ লক্ষ টাকা পর্যন্ত মিলবে জীবন বীমা।
শুধুমাত্র দূরপাল্লার রেল সফরের ক্ষেত্রেই বীমার সুবিধা পাওয়া যায়। এর জন্য অনলাইনেই টিকিট কাটতে হবে। তবে শুধুমাত্র রিজার্ভ কামরার যাত্রীরাই এই ট্রাভেল ইনস্যুরেন্স এর সুবিধা নিতে পারবেন। জেনারেল কামরার যাত্রীদের জন্য এই সুবিধা নেই। এই বীমার কভার ১০ লক্ষ টাকা। রেল দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হলে কিংবা অক্ষম হয়ে গেলে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেবে বীমা সংস্থা। কেউ যদি স্থায়ী ভাবে অক্ষম হয়ে যান তাহলে সেক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা ইনস্যুরেন্স পাবেন তিনি। পাশাপাশি আহতরা চিকিৎসার জন্য পাবেন ২ লক্ষ টাকা। এই বীমার প্রিমিয়াম মাত্র ৪৫ পয়সা।
অনলাইনে ট্রেনের টিকিট বুক করলে তবেই এই বীমার সুবিধা পাওয়া যাবে। টিকিট বুকিংয়ের সময়ে ওয়েবসাইটেই পাওয়া যাবে ট্রাভেল ইনস্যুরেন্স এর অপশন। সেখানে বীমা বিকল্পটি বেছে নিয়ে অপশনে ক্লিক করলেই দিতে হবে ৪৫ পয়সা। এরপর সংশ্লিষ্ট যাত্রীর ফোন নম্বর এবং ইমেল আইডিতে একটি লিঙ্ক পাঠানো হবে বীমা সংস্থার তরফে, যাতে ক্লিক করে একটি ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
যাত্রীর ইচ্ছার উপরেই মূলত নির্ভর করে তিনি বীমা করাবেন কিনা। বন্দে ভারত, অমৃত ভারত, সুপার ফাস্ট মেল, রাজধানী এক্সপ্রেস এর মতো ট্রেনে পাওয়া যায় এই বীমার সুবিধা। তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা পাবেন না যাত্রীরা।