Categories: দেশনিউজ

Indian Railways: লোয়ার বার্থ নিয়ে রেলের নতুন নিয়ম, এখন এই যাত্রীদের জন্য নীচের সিট সংরক্ষিত থাকবে

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, বিশেষ করে রাতে, তাহলে সবচেয়ে বড় সমস্যা হয় বার্থ নিয়ে।

Advertisement

Advertisement

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, বিশেষ করে রাতে, তাহলে সবচেয়ে বড় সমস্যা হয় বার্থ নিয়ে। আপনি যদি কোনও বয়স্ক ব্যক্তির সাথে ভ্রমণ করেন তবে সর্বদা লোয়ার বার্থ নেওয়ার চেষ্টা করুন যাতে সমস্যার মুখোমুখি হতে না হয়। বয়স্ক ও অন্তঃসত্ত্বা মহিলাদের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, সে জন্য রেলের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে যদি বয়স্ক ব্যক্তিরা থাকেন, তাহলে রেলের নিয়ম অনুযায়ী আপনি সহজেই লোয়ার বার্থ পেতে পারেন।

Advertisement

প্রবীণরা লোয়ার বার্থে অগ্রাধিকার পাবেন

রেলের নিয়ম অনুযায়ী, রেল সফরে থাকা প্রবীণরা লোয়ার বার্থে অগ্রাধিকার পান। কিছু দিন আগে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লোয়ার বার্থ ফাঁকা থাকলে তবেই সেটা পাওয়া যাবে। এটি First Come, First Served নিয়মে দেওয়া হয়। বুকিংয়ের সময় যদি লোয়ার বার্থ বরাদ্দ থাকে তবেই রিজার্ভেশন চয়েস থেকে কামরার এই আসনে সফর করার অনুমতি পেতে পারেন।

Advertisement

Advertisement

তবে টিকিট বুক না করা গেলে লোয়ার বার্থ পাওয়া যাবে না। যদি প্রবীণ নাগরিকরা লোয়ার বার্থ সুবিধা পেতে চান তবে পুরুষের বয়স ৬০ বছরের বেশি এবং মহিলার বয়স ৫৮ বছরের বেশি হতে হবে। নারী ও পুরুষ উভয় সফরকারী যাত্রীদের জন্য এই একই নিয়ম।

স্লিপার ক্লাসে কোচ প্রতি ছয়টি লোয়ার বার্থ

স্লিপার ক্লাসে কোচ প্রতি ছয়টি লোয়ার বার্থ রয়েছে, তৃতীয় এসি-তে কোচ প্রতি তিনটি লোয়ার বার্থ রয়েছে এবং দ্বিতীয় এসি-তে প্রতি কোচে তিনটি লোয়ার বার্থ রয়েছে। রাজধানী, দুরন্ত এবং সম্পূর্ণ এসি এক্সপ্রেস ট্রেন, ৩ এসি প্রতি কোচে চারটি লোয়ার বার্থ রয়েছে। অন্তঃসত্ত্বা বা বয়স্ক মহিলারাও অনেক সুবিধা পান। কোনো অন্তঃসত্ত্বা মহিলা যাত্রী যদি আপনার সঙ্গে ভ্রমণ করে থাকেন, তাহলে তিনি নিচের বার্থে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া ৪৫ বছর বা তার বেশি বয়সের মহিলারাও এ ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। প্রবীণ নাগরিক বা মহিলারা কেবল বুকিং কাউন্টার বা রিজার্ভেশন অফিস থেকে লোয়ার বার্থের আসন বুক করতে পারেন। এ ছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে।

Recent Posts