ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতীয় রেল চালু করলো নতুন অমৃত ভারত এক্সপ্রেস, জানুন বিস্তারিত

এই ট্রেন পরিষেবা চালু হলে ভারতের মানুষ বেশ লাভবান হবেন

Advertisement

এমাসেই ২ অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে তারিখটা সম্ভবত ৩০ ডিসেম্বর। রেল সূত্রে খবর, প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে দিল্লি-দ্বারভাঙ্গা ভায়া অযোধ্যা রুটে। দ্বিতীয় ট্রেনটি চলবে মালদহ থেকে বেঙ্গালুরু। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যায় থাকবেন মোদী। সেখান থেকে তিনি ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা সফরের সময় দুটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে। একটি ট্রেনটি চলবে দিল্লি-দ্বারভাঙ্গা ভায়া অযোধ্যা রুটে এবং অন্যটি মালদহ থেকে বেঙ্গালুরু। অমৃত ভারত এক্সপ্রেস হল ভারতীয় রেলের একটি নতুন সুপার ফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে নন-এসি স্লিপার ক্লাস ও অসংরক্ষিত আসন থাকবে। দূরপাল্লায় কম ভাড়ায় পরিবহনের জন্যই এই ট্রেন চালু করছে রেল।

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে ২২টি কোচ থাকবে। এর মধ্যে ১২টি স্লিপার ক্লাস এবং ৮টি অসংরক্ষিত আসন থাকবে। ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পর অমৃত ভারত এক্সপ্রেসের আরও রুট চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। ৮০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলাচলকারী অন্তদয় এক্সপ্রেস ও জন সাধারণ এক্সপ্রেসগুলিকে অমৃত ভারত এক্সপ্রেসে রূপান্তর করা হবে। অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হলে সাশ্রয়ী ভাড়ায় দীর্ঘ দূরত্বের ভ্রমণের সুযোগ পাবেন সাধারণ মানুষ।

Related Articles

Back to top button