দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ২,০২৯ কোটি টাকা অনুমোদন, পুজোর আগে রেলকর্মীদের জন্য বিরাট অঙ্কের বোনাস ঘোষণা কেন্দ্রের

রেল কর্মীদের জন্য এবারে প্রোডাক্টিভিটি লিংক বোনাস চালু করতে চলেছে কেন্দ্র

Advertisement

ভারতীয় রেলওয়ে কর্মীদের জন্য বড় সুখবর। গতবারের মতো কর্মীদের জন্য এবারও প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১১.৭২ লক্ষ রেল কর্মী এই বোনাস পেতে চলেছেন।

কত টাকা পাওয়া যাবে বোনাস?

রেলমন্ত্রকের ঘোষণা অনুসারে, প্রোডাক্টিভিটি লিংক বোনাস হিসেবে ৭৮ দিনের বেতনের সমান বোনাস পেতে চলেছেন কর্মীরা। এর ফলে মোট ২,০২৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে কর্মীদের বোনাসের জন্য। প্রায় ১২ লক্ষ রেল কর্মী এই বোনাস পেতে চলেছেন বলে জানা যাচ্ছে।

কারা পাবেন বোনাস?

ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের কর্মীরা এই বোনাস পেতে চলেছেন। অশ্বিনী বৈষ্ণবের কথা অনুযায়ী, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ, এবং অন্যান্য গ্রুপ সি কর্মীদের এই অর্থ প্রদান করা হবে। রেল কর্মীদের কাজের উৎসাহ প্রদান করার জন্যই এই বোনাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

Related Articles

Back to top button