Indian Railway: রেলের সিদ্ধান্তে ট্রেন ভাড়ায় বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত
রেল যাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিবর্তন এনেছে রেল। ১ জুলাই কার্যকর করা হয়েছে রেলের এই সিদ্ধান্ত।
রেল যাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিবর্তন এনেছে রেল। রেলওয়ে বিশেষ ট্রেনগুলিকে সাধারণ যাত্রীবাহী ট্রেনে রূপান্তরিত করেছে, ট্রেনে ভ্রমণকারী লক্ষ লক্ষ যাত্রীকে স্বস্তি দিয়েছে এই সিদ্ধান্ত। ১ জুলাই কার্যকর করা হয়েছে রেলের এই সিদ্ধান্ত। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই থেকে এই ট্রেনগুলি পুরনো নম্বর প্লেট ও পুরনো ভাড়া নিয়েই চলবে।
যাত্রীবাহী ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চালানো হতো
করোনাকালে যাত্রীবাহী ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চালানো হতো। এই ট্রেনগুলির ভাড়াও যাত্রীবাহী ট্রেনের চেয়ে বেশি ছিল। এখন তিন বছর পর বিশেষ ট্রেনের সংখ্যা পরিবর্তন করে সাধারণ ট্রেনের মতোই সেগুলি চালাতে চলেছে রেল। এই বিশেষ ট্রেনগুলির মধ্যে রয়েছে লখনউ বিভাগ, মোরাদাবাদ এবং আম্বালা বিভাগ সহ মোট ১১৯ টি ট্রেন।
ভাড়া পরিবর্তন
২০২০ সালে কোভিডের সময় রেল বিশেষ ক্যাটাগরি হিসেবে ট্রেন চালিয়েছিল। এসব ট্রেনের ভাড়া সরাসরি তিন গুণ বাড়ানো হয়। করোনাকালে ট্রেন নম্বর শূন্য থেকে শুরু হয়ে বিশেষ ট্রেন হিসেবে চালানো হতো। এসব ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের চেয়ে বেশি। ১ জুলাই থেকে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় রেল। স্পষ্টতই এই ট্রেনগুলির ট্রেনের নম্বর পরিবর্তন হবে, তাদের ভাড়াও পরিবর্তন হবে।
ট্রেনগুলির বর্ধিত ভাড়া কমাতে শুরু করে রেল
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই কোভিডকালে শুরু হওয়া এই ট্রেনগুলির বর্ধিত ভাড়া কমাতে শুরু করে রেল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনের ভাড়াও স্বাভাবিক করেছে রেল। এই তালিকায় মোট ১১৯টি ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে, যার নম্বর বদল করা হয়েছে। করোনা মহামারির পর অনেক ট্রেনের সংখ্যা পরিবর্তন করে সেগুলোকে বিশেষ ট্রেন হিসেবে চালানো হয়েছিল। তাদের ভাড়া ছিল সাধারণ ট্রেনের চেয়ে বেশি। ১ জুলাই থেকে তা প্রত্যাহার করে নিয়েছে রেল। অর্থাৎ ১ জুলাই থেকে এই ট্রেনগুলি পুরনো নম্বরেই চলতে শুরু করেছে।