টেক বার্তাদেশনিউজ

কম ভাড়ায় আরামদায়ক ভ্রমণ, দেশে চালু হতে চলেছে “বন্ধে ভারত সাধারণ” ট্রেন – VANDE BHARAT TRAIN

ভারতীয় রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মত সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বন্দে ভারত সাধারণ ট্রেনে।

Advertisement

ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতীয় রেলের গুরুত্ব যে অপরিসীম তা হয়তো বলে দিতে হবে না কাউকে। প্রতিদিন প্রায় ১৫ হাজার ট্রেনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে ভারতীয় রেল। জানলে অবাক হবেন, প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্য পৌঁছান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রেলওয়ে মন্ত্রণালয়। এরমধ্যে নতুন রেলপথের নির্মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন রেলের সংযুক্তিকরণ রয়েছে।

আপনার নিশ্চয়ই জানেন, বিগত এক বছর আগে ভারতীয় রেলে সংযুক্ত করা হয়েছে “বন্দে ভারত এক্সপ্রেস”। এই সেমি বুলেট ট্রেন ইতিমধ্যে ভারতের একাধিক রাজ্যে পরিষেবা দিতে শুরু করেছে। ১৪০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারা এই সেমি বুলেট ট্রেন ইতিমধ্যে জনসাধারণের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এর পেছনে অন্যতম কারণ হলো, এই ট্রেনের মাধ্যমে আরামদায়ক ভ্রমণ।

তবে বন্দে ভারত এক্সপ্রেসে অত্যাধিক ভাড়া হওয়ার কারনে অনেকেই ইচ্ছা থাকলেও ভ্রমণ করতে পারছেন না এই ট্রেন। এবার সেই সকল মানুষদের স্বস্তি দিতে বিশ্বাস পদক্ষেপ নিয়েছে রেলওয়ে অফ ইন্ডিয়া। সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবার সাধারণ রূপে ভারতীয় রেলের সংযুক্ত করা হচ্ছে “বন্দে ভারত সাধারণ ট্রেন”। আমরা আপনাদের জানিয়ে রাখি, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) এই ট্রেনের বগি তৈরি করা হচ্ছে। 

ভারতীয় রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মত সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বন্দে ভারত সাধারণ ট্রেনে। এই ট্রেনটি শতাব্দী এক্সপ্রেস এবং জনশতাব্দীর মত সার্ভিস প্রদান করবেন। যার ভাড়া হবে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়েও অনেক কম। অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই, সেমি হাই-স্পিডের এই ট্রেনে সহজেই ভ্রমণ করতে পারবেন।

Related Articles

Back to top button