নিউজদেশ

Indian railways: এটি হলো ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন যেখান থেকে আপনি দেশের যে কোন জায়গার ট্রেন ধরতে পারবেন, জানুন কোথায় সেই জংশন

এই জংশন অবস্থিত উত্তরপ্রদেশে

Advertisement

বিশ্বের পাঁচটি সব থেকে বড় রেল নেটওয়ার্কের মধ্যে একটি হলো ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভারতীয় রেলের মাধ্যমে যাতায়াত করেন। তবে আপনি হয়তো ভারতীয় রেলের ব্যাপারে এমন অনেক বিষয় জানেন না যেগুলো আপনার জেনে রাখা উচিত। আজ আমরা আপনাকে ভারতীয় রেলের সব থেকে বড় রেলওয়ে স্টেশন সম্পর্কে বলবো, যেখান থেকে আপনি দেশের যে কোন কোনায় ট্রেন ধরতে পারবেন। এই স্টেশনে ২৪ ঘন্টা ট্রেন চলাচল অব্যাহত থাকে এবং সবথেকে বড় বিষয়টি হলো এদিক থেকে যেকোন জায়গার ট্রেন পাওয়া যায়।

দেশের সবথেকে বড় রেলওয়ে জংশনটি অবস্থিত উত্তর প্রদেশে। এই স্টেশনটির নাম হল মথুরা জংশন এবং উত্তর মধ্য রেলওয়ের অধীনে আসে এই স্টেশনটি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকের জন্য সাতটি ভিন্ন রুটের ট্রেন এই জংশন দিয়ে যায়। এই জংশনে মোট ১০টি প্লাটফর্ম রয়েছে যেগুলির উপরে সব সময় ট্রেন চলাচল অব্যাহত থাকে।

দেশে দক্ষিণ কোণ থেকে হোক বা উত্তরকোণ থেকে আপনি এই স্টেশনে যেকোনো সময় আসতে পারেন। দিন হোক বা রাত আপনি যখনই এই স্টেশনে আসবেন দেখবেন শত শত ট্রেন এখান দিয়ে চলাচল করছে। ১৮৭৫ সালে এই জংশনে প্রথমবারের মতো ট্রেন চালানো হয়েছিল। এরপর ১৮৮৯ সালে মথুরা থেকে বৃন্দাবন এর মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ লাইন শুরু হয়। তারপর থেকেই মথুরা জংশন হয়ে ওঠে ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন।

Related Articles

Back to top button