ভারতীয় রেলওয়ে প্রায়শই যাত্রীদের সুবিধার্থে নানা ধরনের নিয়ম পরিবর্তন করে থাকে। গত কয়েক বছরে ভারতীয় রেল তাদের বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা ভাইরাল হচ্ছে যাতে বলা হয়েছে যে জুলাই থেকে রেলওয়ে নাকি দশটি নতুন নিয়ম আনতে চলেছে যার পরে যাত্রীদের যাত্রা সরাসরি প্রভাবিত হবে। এই দশটি নিয়মের মধ্যে রিফান্ড থেকে শুরু করে টিকিট বুকিং পর্যন্ত অনেক নতুন নতুন নিয়ম রয়েছে।
কোন কোন নিয়ম পাল্টাচ্ছে?
১. অপেক্ষমান তালিকার ঝামেলা শেষ হতে চলেছে এবং রেলওয়ে তারা যাত্রীদের নিশ্চিত টিকিটের সুবিধা দেওয়া হতে চলেছে।
২. এক জুলাই থেকে তৎকাল টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।
৩. ১ জুলাই থেকে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তণ এসেছে। এসি কোচের টিকিট বুকিং হবে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত এবং স্লিপার কোচের জন্য সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
৪. রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলিস্ট টিকিটের সুবিধা শুরু হচ্ছে।
৫. শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হবে এবং আঞ্চলিক ভাষায় টিকিট পাওয়া যাবে।
৬. শতাব্দী এবং রাজধানীর ট্রেনে বগীর সংখ্যা বাড়ানো হবে।
৭. ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
৮. রাজধানী শতাব্দী দুরন্ত মেইল এক্সপ্রেস ট্রেনের মত অন্যান্য একাধিক ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল
৯. এই সমস্ত ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে।
১০. স্লিপারের প্রতি যাত্রী থেকে ৬০ টাকা বেশি নেওয়া হবে ডেস্টিনেশন অ্যালার্ট দেওয়ার জন্য।
প্রথমেই জানিয়ে রাখি এই মেসেজ ভাইরাল হওয়ার ব্যাপারটা কিন্তু এই প্রথম নয়। এরকম ঘটনা বছরে বহুবার হয় এবং বহুবার দাবি করা হয় রেলওয়ে নাকি নিয়ম পরিবর্তন করছে। কিন্তু এই বার্তা একেবারেই সত্যি নয়। রেলের কর্মকর্তারা অনেক ওয়েবসাইটকে ইতিমধ্যেই জানিয়েছেন রেলের পক্ষ থেকে এরকম কোন ধরনের নিয়ম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়নি। অর্থাৎ বলতে গেলে ১ জুলাই থেকে কোন পরিবর্তন আসেনি রেলের নিয়ম কানুনে।