Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেলে 3AC এবং 3AC ইকোনোমি ক্লাসের মধ্যে পার্থক্য কি? জানুন বিস্তারিত

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয়…

Avatar

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়েতে যাত্রার জন্য বিভিন্ন ধরনের কোচ থাকে। ভারতীয় রেলওয়ে থ্রি-এসি এবং থ্রি-এসি ইকোনোমি নামে দুটি ভিন্ন ধরনের এয়ার-কন্ডিশনেড কোচ চালায়। এই দুটি কোচের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

থ্রি-এসি ইকোনোমির ভাড়া থ্রি-এসির তুলনায় প্রায় ৬-৭% কম। উদাহরণস্বরূপ, আনন্দ বিহার টার্মিনাল থেকে বারাণসী জংশনে যাওয়া সদভাবনা এক্সপ্রেস (14018) এ, থার্ড এসির ভাড়া ১১৫৫ টাকা এবং থার্ড এসি ইকোনমিতে ভাড়া ১০৬৫ টাকা। তবে দুটি কোচে অনেক সুবিধা একই থাকে। থ্রি-এসি এবং থ্রি-এসি ইকোনোমি কোচ উভয়ই একই সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনিং, বিছানাপত্র, পাওয়ার পয়েন্ট এবং ওয়াশরুম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে থ্রি-এসি ইকোনোমি কোচের বগিগুলি থ্রি-এসির চেয়ে কিছুটা বড়। এর মানে হল যে প্রতিটি বগিতে আরও বেশি আসন রয়েছে। থ্রি-এসির কোচে ৭২ টি আসন থাকে। অন্যদিকে থ্রি-এসি ইকোনোমি কোচে ৪০ এর বেশি আসন থাকে। থ্রি-এসি ইকোনোমি কোচের বিছানাগুলি থ্রি-এসির চেয়ে কিছুটা সরু। সামগ্রিকভাবে, থ্রি-এসি ইকোনোমি হল থ্রি-এসির একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প। এটি একই সুবিধা প্রদান করে, তবে এর ভাড়া কিছুটা কম।

About Author