দেশToday Trending Newsনিউজ

Ram Mandir: রামমন্দির দেখতে যাবেন? ভারতের ৬৬ টি স্টেশন থেকে স্পেশাল ট্রেন ছাড়ছে ভারতীয় রেলওয়ে, জানুন কবে থেকে হচ্ছে চালু

এই ট্রেনে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হবে

Advertisement

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন দেশব্যাপী তীর্থযাত্রীদের সমাগম ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। এই উদ্দেশ্যে ভারতীয় রেলওয়ে ৬৬টি জায়গা থেকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি ২২ জানুয়ারি থেকে চালু হবে। অর্থাৎ, রামমন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যাগামী ট্রেনগুলি ছাড়তে শুরু করবে।ট্রেনগুলির গন্তব্যস্থল হল অযোধ্যা। এই ট্রেনগুলির কোচ সংখ্যা ২২টি। সব মিলিয়ে ৬৬টি ট্রেন ছাড়বে। যাত্রী সংখ্যা বেশি হলে আরও কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল।

দিল্লির চারটি স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। নিউ দিল্লি, পুরাতন দিল্লি, নিজামুদ্দিন, ও আনন্দ বিহার স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। এছাড়াও আগরতলা, তিনসুকিয়া, বার্মার, কাটরা, জম্মু, নাসিক, দেরহাদুন, ভদ্রক, খুরদা রোড, কোট্টায়াম, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ,কাজিপেট স্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে। সেই সঙ্গেই তামিলনাড়ুর ৯টি স্টেশন থেকে এই অযোধ্যাগামী ট্রেন ছাড়বে। অন্যদিকে, মহারাষ্ট্রের যে স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে সেগুলি হল নাগপুর, পুনে, মুম্বই, ওয়ার্ধা, জালনা, ও নাসিক। ট্রেনগুলির বুকিং আইআরসিটিসির মাধ্যমে করা যাবে। তবে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে এই ট্রেনগুলির কোনও তথ্য দেওয়া হবে না। মনে করা হচ্ছে ২২ জানুয়ারি রাম মন্দিরের দরজা খুলে দেওয়ার পরে দলে দলে ভক্তরা আসতে শুরু করবেন রামমন্দিরে।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও সংহতি মিছিলের ডাক দিয়েছে। ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু হবে এই মিছিল। মিছিলটি বিভিন্ন মন্দির, মসজিদ ও গুরুদ্বার ঘুরে শেষ হবে। একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলের উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মিছিল কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তিনি সাধুসন্তদের সম্মান করেন এবং তাঁদের কথা শুনছেন।

Related Articles

Back to top button