ট্রেনের জেনারেল কোচে যাতায়াতকারী যাত্রীদের জন্য এবার রয়েছে একটা দারুন খবর। সম্প্রতি সেই সমস্ত যাত্রীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার থেকে আপনারা সাধারণ টিকিটে খাবার পাওয়ার সুবিধা পেয়ে যাবেন। রেলের ইতিহাসে আজ পর্যন্ত এরকম সিদ্ধান্ত কোন রেলমন্ত্রী গ্রহণ করেননি। আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন তথ্য জানানো হয়েছে। জানিয়ে রাখা ভালো, যাত্রীদের যাত্রার মান উন্নত করতে রেল এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ করছে যাতায়াতকারীদের সস্তায় খাবার এবং জল দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ কোচের যাত্রীরা যাতে সহজে খাবার নিতে পারেন সেই কারণে প্লাটফর্মে খাবার পরিবেশনকারী এই কাউন্টার বসানো হবে। রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রেলওয়ে থেকে প্রাপ্ত খাবার দুটি ভাগে বিভক্ত। এতে প্রথম শ্রেণীর খাবারের দাম রাখা হয়েছে মাত্র ২০ টাকা যাতে আপনারা শুকনো আলু সবজি এবং আচারের সঙ্গে সাতটি পুরি পেয়ে যাবেন। এছাড়া ভাত রাজমা, ছোলা কুলচা, খিচুড়ি পাওভাজি এবং মসলা ধোসার জন্য আপনাকে আলাদা দাম দিতে হবে।
এর পাশাপাশি সুলভ মূল্যে বোতলজাত জলের ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত কাউন্টারে। এতদিন পর্যন্ত জলের দাম অনেক বেশি ছিল রেলওয়ে স্টেশনে। কিন্তু সম্প্রতি এই জলের দাম নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫১ টি স্টেশনে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা যাচ্ছে। গতকাল থেকে অর্থাৎ ২০ জুলাই থেকে ১৩টি স্টেশনে এই পরীক্ষা শুরু করেছে রেল। ২০০ মিলি লিটার পানীয় জল সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কাউন্টারে