Indian railways: ভারতের এই রেলওয়ে স্টেশনে শুরু হলো স্লিপিং পড-এর সুবিধা, সামান্য ভাড়া দিয়ে পাবেন বিশ্রাম করার সমস্ত সুবিধা
এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ জংশনে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে
ভারতীয় রেলে এবারে চালু হয়ে গেল এক নতুন ব্যবস্থা। এবার থেকে ভারতীয় রেল স্টেশনে পাওয়া যাবে স্লিপিং পড। উত্তরপ্রদেশে রেল স্টেশনে এই প্রথম স্লিপিং পড তৈরি করা হবে বলে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক। উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ জংশনে সিভিল লাইনের পাশে এই স্লিপিং এরিয়া তৈরি হবে বলে জানানো হয়েছে। সামান্য ফি দিয়ে এখানে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা। ভারতের প্রথম স্লিপিং পড ব্যবস্থা তৈরি করা হয়েছিল মুম্বাই সেন্ট্রাল জংশনে। আর এবারে উত্তরপ্রদেশে তৈরি করা হলো এই ব্যবস্থা।
এই স্লিপিং পড তৈরি হওয়ার কারণে যাত্রীদের আর হোটেল রুম বুকিং নিয়ে চিন্তা করতে হবে না। তার পাশাপাশি এই স্লিপিং পডের ভাড়া রিটায়ারিং রুমের তুলনায় অনেকটা কম। আধিকারিকদের মতে প্রয়াগাত জংশনে এই স্লিপিং পড সুবিধা শুরু করার জন্য শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং তারপরেই এর জন্য ফি নির্ধারণ করা হবে। আপনাদের জানিয়ে রাখি এটি একটি ছোট ক্যাপসুল আকৃতির ঘর কিন্তু তার মধ্যেই রয়েছে বেশ কিছু হাইটেক আধুনিক সুবিধা। ফোন চার্জিং থেকে শুরু করে ওয়াইফাই নেটওয়ার্ক লকার রুম এবং ডিলাক্স বাথরুমসহ সমস্ত কিছু সুবিধা রয়েছে এই ছোট ক্যাপসুল আকৃতির ঘরে। কম খরচের কারণে রেস্ট রুম এবং হোটেলে তুলনায় অনেকটা সস্তা এই ইন্ডিয়ান রেলওয়েজের স্লিপিং পড।
আপনাদের জানিয়ে রাখি ভারতের সর্বপ্রথম স্লিপিং পড তৈরি হয়েছিল মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে জংশনে। প্রথম ২৪ ঘন্টার জন্য এই স্লিপিং পডের ভাড়া ৯৯৯ টাকা থেকে ১৯৯৯ টাকা পর্যন্ত। এর পাশাপাশি মুম্বাই ছত্রপতি শিবাজী রেলওয়ে স্টেশন, MGR চেন্নাই সেন্ট্রাল, এবং ভারতের অন্যান্য রেলওয়ে জংশনে এই স্লিপিং পডের ব্যবস্থা শুরু করা হচ্ছে। তবে কলকাতার কোন রেলওয়ে স্টেশনে এই ব্যবস্থা শুরু হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।