অরূপ মাহাত: যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় কতটা প্রস্তুত দেশের জেট বিমান তারই প্রস্তুতি চলছিল গোয়ার পানাজিতে। সেই প্রস্তুতি চলাকালীন ভেঙে পড়লো এক যুদ্ধবিমান। ‘মিগ ২৯ কে’ নামের এই ফাইটার জেটটি শনিবার আকাশে মহড়া দেওয়ার সময় ভেঙে পড়ে। দুই বিমান চালককে নিরাপদভাবে উদ্ধার করা গেছে বলে জানা গেছে। বিমানটির উদ্ধার কাজে হাত লাগিয়েছে বায়ুসেনা। মিগ ২৯ কে হলো মিগ ২৯ ফাইটার জেটের এয়ারক্রাফট ভার্সন। যা মূলত আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটে ব্যবহার করা হয়ে থাকে।
সূত্রের খবর, সকালে মহড়া চলাকালীন ফাইটার জেটের এই ট্রেনি এয়ারক্রাফটটি ভেঙে পড়ে। দুই চালক প্যারাসুট ব্যবহার করে নিজেদের প্রাণ বাঁচান। তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বায়ুসেনার উদ্ধারকারী দল।