এয়ারপ্লেনে ভ্রমণ তো অনেকেই করেছেন। কিন্তু এবার ভারতের বুকে আপনি ভ্রমণ করতে পারবেন এয়ার ট্রেনে। শুনে অবাক হলেন নিশ্চয়। এবার ভারতে হাওয়ায় ছুটবে ট্রেন। সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন, র্যাপিড রেল, বন্দে ভারত মেট্রোর পর এবার মোদী সরকার আনতে চলেছে এয়ার ট্রেন। সূত্রের খবর অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এই এয়ার ট্রেন দেখা যাবে। কিছুদিনের মধ্যেই এই প্রজেক্টে কাজ শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে প্রথম এলিভেটেড ট্যাক্সিওয়েতে এই এয়ার ট্রেনের দেখা মিলবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এয়ার ট্রেনের রুট
আপনাদের জানিয়ে রাখি, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) একটি দীর্ঘ অটোমেটেড পিপল মুভার (APM) ট্রেন তৈরির জন্য একটি টেন্ডার জারি করেছে। এটি ৭.৭ কিমি দীর্ঘ হবে। এই এয়ার ট্রেন টার্মিনাল ২ ও ৩-কে টার্মিনাল-১ এর সঙ্গে সংযুক্ত করবে। এই ট্রেনটি রানওয়ে ২৮-এর নীচ দিয়ে যাবে। এই ট্রেনের যাত্রাপথের বেশিরভাগ অংশই মাটির উপর দিয়ে যাবে। প্রস্তাব অনুযায়ী, ৭.৭ কিলোমিটার রাস্তার মধ্যে ৫.৭ কিলোমিটার উঁচু পথে এবং মাটিতে ২ কিলোমিটার থাকবে। নীচের অংশ টার্মিনাল ১-এর কাছে এবং এলিভেটেড ট্যাক্সিওয়ের নীচে থাকবে। এছাড়া কার্গো স্টেশনে একটি স্কাইওয়াক তৈরি করা হবে, যা এয়ার ট্রেনকে কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে।
এয়ার ট্রেন তৈরির খরচ
তবে ভারতের এই নতুন প্রজেক্ট বেশ ব্যয়বহুল। ভারতে এই এলিভেটেড ট্রেন তৈরি করতে গড়ে খরচ হবে প্রতি কিলোমিটারে ২৫০-৩৩০ কোটি টাকা। ট্রেনটি মাটিতে তৈরি করা হলে, তখন প্রতি কিলোমিটারে ১৫০-২০০ কোটি টাকা খরচ হবে। ট্রেনটি মাটির নীচে নির্মিত হলে প্রতি কিলোমিটারে খরচ হবে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। এছাড়া ট্রেন, সিগন্যাল সিস্টেম, ইলেক্ট্রিসিটি এবং অন্যান্য যাবতীয় কাজের খরচও রয়েছে। এই প্রকল্পের মোট খরচ হতে পারে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা হতে পারে। তবে এই এয়ার ট্রেন প্রগতিশীল ভারতের এক নিদর্শন হয়ে থাকবে অবশ্যই।