সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে ভারতের মাটিতে বড়োসড়ো জঙ্গিহানার আশঙ্কা করা হচ্ছে। ভারতের গোয়েন্দাদের দাবি, বড়োসড়ো হামলার জন্য তৈরি হচ্ছে দুই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা। আগামী শীতের মরসুমে এই হামলা চালানো হতে পারে বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে এই হামলা চালানো হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা রিপোর্টে এও জানানো হয়েছে যে, প্রায় এক সপ্তাহ ধরে জইশ-এর হেড কোয়ার্টারে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শীতের মরসুমে কীভাবে ভারতে ঢুকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অ্যাটাক করা যায়, এই বিষয়গুলোই মূলত শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে দায়িত্ব প্রাপ্ত জঙ্গি নেতাদের। এই রিপোর্ট হাতে পেয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। একই সাথে বাড়ানো জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা।