Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বস্তির খবর, দেশে করোনায় সুস্থতার হার ক্রমেই বাড়ছে

দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তবে সুস্থতার হার ক্রমেই বাড়ছে। সোমবার পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী দেশে সুস্থতার হার ৬৩.২ শতাংশ। সোমবার পর্যন্ত দেশ জুড়ে করোনায় সুস্থ…

Avatar

দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তবে সুস্থতার হার ক্রমেই বাড়ছে। সোমবার পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী দেশে সুস্থতার হার ৬৩.২ শতাংশ। সোমবার পর্যন্ত দেশ জুড়ে করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। যদিও করোনা সংক্রমণ কমার কোনো লক্ষ্মণই নেই। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ। আর এরফলে উদ্বিগ্ন চিকিৎসক মহল। একদল চিকিৎসক দাবি করেছেন, বায়ুর মাধ্যমেও ২ মিটার দূরত্বে ছড়াতে পারে করোনা সংক্রমণ ।

এদিকে দেশে এখনো পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪। বিশ্বের তাবড়-তাবড় দেশকে পিছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “ভারত সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছে”। এদিকে লক ডাউন তুলে দেওয়ার পরই নাগালের বাইরে চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে ক্রমশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে গত রবিবার ২৮ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে উদ্বেগ বাড়ছে সরকারের। করোনা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। তবে ফের দেশ জুড়ে লক ডাউন জারি হবে কিনা সে বিষয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু জানান হয়নি।

করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে বেশ কিছু রাজ্য ফের লক ডাউনের পথে হাঁটে। তবে দেশও সেই পথে হাঁটবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। দেশের মধ্যে রাজধানী দিল্লিতে করোনায় সুস্থতার হার ৭৯.৯৮ শতাংশ। দেশ জুড়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩,১৭৪ জনের।

About Author