Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গেরুয়া শিবিরে খুশির খবর, দেশজুড়ে মোদীর জনপ্রিয়তা প্রথম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) এর বিরুদ্ধে সারাদেশ জুড়ে চলা বিক্ষোভ প্রদর্শন, ক্ষোভের মধ্যেও ভালো খবর এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্যে। সম্প্রতি এক সমীক্ষায়…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) এর বিরুদ্ধে সারাদেশ জুড়ে চলা বিক্ষোভ প্রদর্শন, ক্ষোভের মধ্যেও ভালো খবর এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্যে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে দেশ জুড়ে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে বিক্ষোভের মাঝেও সারাদেশ জুড়েই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনও আগের মতোই আছে।

আইএএনএস-সিভোটারের করা একটি সমীক্ষায় বেশিরভাগ উত্তরদাতাই বলেছেন যে তারা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট। প্রজাতন্ত্র দিবসের দিন প্রকাশিত এই সমীক্ষা অনুসারে, ৫৬.৪% উত্তরদাতা জানিয়েছেন যে তারা বিজেপির প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং ৬২.৩% জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেন। সিএএ, এনআরসি নিয়ে যখন মোদী সরকার জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চূড়ান্ত বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন, তখন ৭০% অংশগ্রহণকারী বলেছেন যে, তারা আবার ভোট হলে নরেন্দ্র মোদীকেই পুনর্নির্বাচিত করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : যদি দেশে CAA এবং NRC বাস্তবায়িত হয়, তবে ‘জিন্নাহ’র জয় হবে, মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর

তবে সবাই সন্তুষ্ট এমনটা নয়। ২৩.৮% যারা ‘কিছুটা হলেও সন্তুষ্ট’ এবং ১৯.৮% যারা মোদী সরকারের উপর ‘মোটেও সন্তুষ্ট নন’ বলে সমীক্ষায় উঠে এসেছে। আইএএনএস-সিভোটারের সমীক্ষায় ব্র্যান্ড বিজেপিকে ব্র্যান্ড মোদী ছাপিয়ে গেছে অধিকাংশে। সমীক্ষায় উঠে এসেছে ৫৬.৪% যারা ব্র্যান্ড বিজেপির প্রতি অত্যন্ত সন্তুষ্ট, সেখানে ৬২.৩% যারা ব্র্যান্ড মোদীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট। ২০.৯% ভারতীয় বলেছেন যে তারা কিছুটা সন্তুষ্ট। মাত্র ১৬.৮% ভারতীয়রা তার প্রতি অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

এনআরসি এবং সিএএ নিয়ে সাম্প্রতিক অস্থিরতার জন্য যখন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ি করা হচ্ছে তখন এই সমীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৫০.৭% উত্তরদাতারা পছন্দ করেছেন। যারা বলেছেন যে তারা অমিত শাহের কাজে অত্যন্ত সন্তুষ্ট। যদিও ২৫.২% বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট এবং ২৪.২% বলেছেন তারা অমিত শাহের কাজে মোটেও সন্তুষ্ট নন। নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে দেশে যখন একের পর এক বিক্ষোভ প্রদর্শন চলছে সেই অবস্থায় এই সমীক্ষা যে কেন্দ্রীয় সরকারকে নতুন করে উদ্ভূত করবে সেকথা বলাই যায়।

About Author