অরূপ মাহাত: দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে মোদী সরকার কাশ্মীর নিয়ে বারবারই কড়া বার্তা দিয়ে এসেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিন ভারতের অংশ বলে দাবি করেছেন। সেই সূত্র ধরেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এবার মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর দখল করা৷’ একই সাথে তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের সীমানা ভুক্ত হবে বলেই তাঁর দৃঢ় বিশ্বাস৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার মোদী সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করেন তিনি৷ তিনি আরও বলেন, কাশ্মীর এখন শান্ত, পরিস্থিতিও নিয়ন্ত্রণে, তাই কাশ্মীর নিয়ে যে মিথ্যা প্রচার চালাতে চাইছে পাকিস্তান, তা ব্যর্থ হবেই৷ এর আগেও তিনি পাক অধিকৃত কাশ্মীরকে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করতে বলেছিলেন।