করোনা মোকাবিলায় গরীবদের টাকা, ওষুধ পৌঁছে দেবে ভারতীয় পোস্টাল ডিপার্টমেন্ট

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা ভারতবর্ষে যখন লড়াই করছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে তখন ভারতীয় পোস্টাল ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় তারা বিভিন্ন জায়গায় ওষুধ পৌঁছে দেবে। টেস্টিং কিট, ওষুধ, ভেন্টিলেটর, মাস্ক থাকবে তাদের তালিকায়। লাল রঙের ভ্যান আমাদের সকলেই পরিচিত, তারা হাজার পথ অতিক্রম করে। এক লক্ষেরও বেশি পোস্ট অফিস রয়েছে ভারতের নানা জায়গায়। এর মধ্যে বেশির ভাগ রয়েছে গ্রামাঞ্চলে।

Advertisement

গোটা ভারতবর্ষে জুড়ে যখন বাস-ট্রেন বন্ধ তখন ভারতীয় পোস্টাল ডিপার্টমেন্টের এই লাল রঙের ভ্যান গুলোই ঘুরে বেড়াবে চারিদিকে। শুধু তাই নয়, কেরালা সরকার ঠিক করেছেন কোনো মানুষের যদি টাকা পয়সার প্রয়োজন হয় এই পোস্টাল ডিপার্টমেন্ট এর দ্বারাই তারা তাদের অর্থ পৌঁছে দেবেন গরীব মানুষগুলোর কাছে।

Advertisement

মেসেঞ্জার, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের যুগে এখন চিঠিপত্রে কথাবার্তা প্রায় হইনা। এই পোস্টাল ডিপার্টমেন্টে বেঁচে আছে কিছু অফিশিয়াল কাজের চিঠিপত্রের আদান-প্রদানের জন্য। রানার ও নেই, রানারের হাতে সেই চিঠির বিশাল ঝোলাও নেই। তবে এই রকম পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে যখন একত্রিত হয়ে লড়াই করছে তখন ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট সিদ্ধান্তকে সত্যি স্যালুট জানাতে হয়। পরিবহনের অন্যান্য মাধ্যম যখন কার্যত প্রায় বন্ধ, সেই সময়ে তারা যে জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেন তা সত্যিই প্রশংসনীয়।

Advertisement