দেশনিউজ

বেতনে কাটছাঁট নয়, কর্মীদের জন্য সুখবর শোনালো বিমান সংস্থা ইন্ডিগো

Advertisement
Advertisement

করোনা মহামারির কারণে থমকে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। তার প্রভাব এসে পড়েছে বিমান পরিষেবাতেও। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে আন্তঃরাজ্য বিমান চলাচল বন্ধ থাকায় লোকসানের মুখ দেখতে হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোকেও। মূলত লো কস্ট বিমান সংস্থাগুলোতে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। তাই এই ধরনের বিমান সংস্থাগুলো জানিয়েছিল, কর্মী ছাঁটাই না করলেও, কাটছাঁট করতে বেতন কাঠামোতে। এর ফলে আশঙ্কায় ছিল বিমান কর্মীদের পরিবারের সদস্যরা।

Advertisement
Advertisement

এরমধ্যেই ভালো খবর শোনালো দেশের সবচেয়ে বড় লো কস্ট বিমান সংস্থা ইন্ডিগো। এই বিমান সংস্থার পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, আপাতত কর্মীদের বেতন কাটছাঁটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থার পরিচালক কমিটি। সংস্থার সিইও রণজয় দত্ত কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, সংস্থার উচ্চপদস্থ কর্মচারীদের গত এপ্রিল মাসের বেতন কাটছাঁটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। সরকারের নির্দেশ মেনে করোনার জেরে কোন ধরনের বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে না ইন্ডিগো।

Advertisement

একইসঙ্গে তিনি ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের ই-মেলের মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন যে, ‘কেন্দ্র সরকারের নির্দেশ মেনে বেতন কাটছাঁটের পথ থেকে সরে এসেছে সংস্থার পরিচালক কমিটি। তবে এগজিকিউটিভ কমিটির সদস্য ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা স্বেচ্ছায় কম বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যরা এপ্রিল মাসের পুরো বেতনই পাবেন।’

Advertisement
Advertisement

Related Articles

Back to top button