গতকাল বুধবার ভারত ও চিনের সৈন্যদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পূর্ব লাদাখ সীমান্তে এই উত্তেজনা সৃষ্টি হয়। আজ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বুধবার ভোরে পানগং হ্রদের উত্তরের তীরে ভারতীয় সেনারা টহল দিচ্ছিল, সেই সময় চিনা সেনারা তাঁদের পথ আটকায়।
টহল দেওয়ার সময় চিনের পিপলস লিবারেশন আর্মির বাধা দেওয়ার ফলে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ভারতীয় সেনারা। সেখান থেকেই ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। এরপর আরও সৈন্যবাহিনী পাঠায় দুই দেশ। তিব্বত থেকে লাদাখ পর্যন্ত বিরাট এলাকা জুড়ে পানগং হ্রদটি অবস্থিত। এই হ্রদটির দুই-তৃতীয়াংশ চিনের অধীনস্থ। দুই পক্ষের সেনাদের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা দিনভর চলে। গতকাল রাত্রি পর্যন্ত সীমান্ত এলাকায় পরিস্থিতি উত্তপ্ত ছিল।