Today Trending Newsদেশনিউজ

উত্তরপ্রদেশ-দিল্লির বেশকিছু জেলা সিল, দেশে আক্রান্ত ৫,৭৩৪ জন

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘন্টায় আরও ১৭ জন মারা গেছেন। দেশে এখন করোনাতে মৃতের সংখ্যা ১৬৬। যতদিন এগোচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে লকডাউন শেষ হতে আর কদিন বাকি। কিন্তু প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে লকডাউনের সময়সীমা বাড়তে পারে। দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও তিনি বলেছেন। তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। আগামী শনিবার প্রধানমন্ত্রী আবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসবেন। সেদিনই লকডাউন নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।

এদিকে উত্তরপ্রদেশের যোগী সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত লখনউ, নয়ডা সহ উত্তরপ্রদেশের ১৫ টি জেলাকে পুরোপুরি ‘সিল’ করে দিয়েছে। এছাড়া দিল্লির ২০ টি হটস্পট এলাকাকেও ‘সিল’ করা দেওয়া হয়েছে। এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি বস্তিতেও করোনা আক্রান্ত হবার ফলে ‘সিল’ করা হয়েছে। আবার দিল্লি, মুম্বাই,নাগাল্যান্ড, চন্ডীগড় ও ওড়িশা সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। এই জায়গাগুলিতে বাইরে বেরোলে ‘ মাস্ক’ পড়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

বাংলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২। বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও এই রাক্ষুসে ভাইরাসের প্রভাব কমানো যাচ্ছে না। উল্টে দেশে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

Related Articles

Back to top button