Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

চরিত্র বদলে ফের হানা করোনার, চীনে সেরে ওঠা মানুষের দেহে ফের ছড়িয়েছে সংক্রমণ

Advertisement

ঘন ঘন চরিত্র বদল করছে করোনা ভাইরাস। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ক্রমশ জোরালো করোনার আক্রমণ। চিন থেকে তার ভরকেন্দ্র ইউরোপে সরিয়ে নেওয়ার পর মনে করা হচ্ছিল যে আপাতত করোনার হাত থেকে মুক্তি পেতে চলেছে বিশ্বের জনবহুল এই দেশ। কিন্তু সেই সম্ভাবনাকে জোর ধাক্কা দিয়ে সেরে ওঠা ব্যক্তিদের দেহে ফের বাসা বাঁধতে শুরু করেছে করোনা ভাইরাস।

চিনের উইহান প্রদেশের টোংজি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে, সেখানকার করোনা সংক্রমিত ব্যক্তিরা সেরে ওঠার পর যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাতে দেখা গেছে, সেরে ওঠা মানুষের ৩ থেকে ১০ শতাংশের দেহে ফের করোনার ইতিবাচক লক্ষণ বিদ্যমান। এর থেকে মনে করা হচ্ছে যে, করোনা ভাইরাস তার চরিত্র ক্রমশ বদল করে চলেছে।

তবে সেরে ওঠার পর ফের করোনা আক্রান্ত ব্যক্তিরা আবার অন্যদের শরীরে করোনার সংক্রমণ ছড়াচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তাদের পরিবারের সদস্যদের দেহের নমুনা পরীক্ষার পর তেমন কোন ঈঙ্গিত মেলেনি বলে জানা গেছে। তবে একবার আক্রান্ত ব্যক্তিদের দেহে পুনরায় নতুন করে করোনা সংক্রমণ কীভাবে ঘটছে সেটা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, গত ২০১৯-এর ডিসেম্বরের পর থেকে এখনও পর্যন্ত চিনে ৮১ হাজারের বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে করোনা। মারা গিয়েছেন ৩২০০ জনের বেশি। ৯০ শতাংশ ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও প্রায় ৪৩০০ জন সংক্রমিত ব্যক্তির চিকিৎসা চলছে চিনে।

Related Articles

Back to top button