দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, এর সাথে সাথেই বেড়ে চলেছে আক্রান্ত সন্দেহে সাধারণ মানুষের ওপর অত্যাচার। প্রতিনিয়ত অমানবিকতার পরিচয় দিয়ে চলেছে কিছু মানুষ। এবার করোনা আক্রান্ত সন্দেহে মার খেয়ে মৃত্যু হলো থানের এক ব্যক্তির।
খবর সুত্রে জানা গেছে, থানের কল্যাণ শহরের গণেশ গুপ্ত নামের এক ব্যক্তি পাশেই দোকান থেকে কিছু জিনিস কিনতে গেছিলেন। অসুস্থ থাকার কারণে সবার নজর এড়িয়ে অন্য পথ দিয়েই ফিরছিলেন বাড়ি। তবুও শেষ রক্ষা হয়নি। অসাবধানে কেশে ফেলেন রাস্তার মাঝে। এরপর অন্য কয়েকজনের নজরে পড়লে শুরু হয় বচসা। হাতাহাতি চলে কিছুক্ষণ। তবে সেখানেই শেষ নয়, নোংরা পাকে ফেলে দিলে দম বন্ধ হয়ে মারা যান তিনি।
ঘটনার পরই পুলিশ এসে দেহ উদ্ধার করলে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এরকম ঘটনা আজ প্রথম নয়। এর আগেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে করোনা আক্রান্ত সন্দেহে হেনস্থা হয়েছে মানুষ। শুধু তাই নয় চিকিৎসকরাও এর শিকার হয়েছেন। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী কিছুজনকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে।