ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Insurance scheme: জীবন বীমা কিনতে চাইছেন? এক্ষুনি জেনে নিন কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে জীবন বীমা প্রকল্প নেওয়া উচিত

আপনি যদি একটি জীবন বীমা পলিসি গ্রহণ করতে চান তবে অবশ্যই আপনার কিছু বিষয়ের ব্যাপারে খেয়াল রাখা উচিত

Advertisement

Advertisement

আপনি যদি একটি নতুন জীবন বীমা কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনাকে এর আগে কিছু বিষয়ের ব্যাপারে যত্ন নিতে হবে। জীবন বীমা কেনা কোনো সোজা বিষয় নয় তাই একটা জীবন বীমা প্রকল্প কিনতে হলে আপনাকে আগে থেকে সবকিছু ভেবে নেওয়া উচিত। আগামী সময়ে যাতে কোন সমস্যায় না পড়তে হয় তার জন্য সবসময় বীমা প্রকল্প কেনার আগে সেই কোম্পানির নীতির ব্যাপারে যত্ন নিতে হবে আপনাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয়ে খেয়াল রাখার পরেই আপনি একটি বীমা প্রকল্প গ্রহণ করবেন।

Advertisement

১. বাজেট অনুযায়ী প্ল্যান নির্ধারণ করুন

Advertisement

যদি আপনি একটি জীবন বীমা প্রকল্প গ্রহণ করতে চান তাহলে সব সময় আপনাকে বাজেটের দিকে আগে মনোযোগ দিতে হবে। ফিন্যান্স ওয়েবসাইট ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন এর জন্য। এতে বিমার পাশাপাশি আপনার ঝুঁকির কভারেজ সহ সমস্ত তথ্য আপনি আগে থেকেই পেয়ে যাবেন। আপনার মনে রাখতে হবে আপনার বার্ষিক গায়ের অন্তত ১০গুণ জীবন বীমা থাকতে হবে আপনার কাছে।

Advertisement

২. কোম্পানি সঠিকভাবে নির্বাচন করুন

আপনি যখনই কোন একটি বীমা পলিসি গ্রহণ করবেন তখন আপনাকে অবশ্যই সেই কোম্পানির ব্যাপারে ভালো করে খোঁজ নিতে হবে। অনেক কোম্পানির পলিসি তুলনা করে তারপরেই আপনি সেরা পরিকল্পনা নির্বাচন করুন। শুধুমাত্র একটি কোম্পানিকে অগ্রাধিকার দেবেন না। কিংবা আপনার পরিবার কিংবা আত্মীয় সেই কোম্পানির কাছ থেকে জীবন বীমা নিয়েছেন বলে সেই কোম্পানিতে বীমা গ্রহণ করবেন সেটাও করবেন না। আপনার প্রয়োজন অনুযায়ী পলিসি গ্রহণ করুন।

৩. একসাথে একাধিক কোম্পানির পলিসি গ্রহণ করুন

আপনি যদি বেশি টাকার জীবন বীমা করতে চান তবে একটি কোম্পানির পরিবর্তে দুই থেকে তিনটি কোম্পানির জীবন বীমা পলিসি একসাথে গ্রহণ করতে পারেন। তাহলে সে ক্ষেত্রে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। আপনি অন্য কোম্পানি থেকে বীমা পরিকল্পনা নিলে প্রয়োজনের সময় একাধিক বিমার প্রকল্প আপনার হাতে থাকবে।

৪. পলিসির সময় কাল পর্যালোচনা করুন

আপনি যে পলিসি গ্রহণ করুন না কেন তার সময়কাল পরীক্ষা করা আগে থেকে উচিত। অনেকে অবসর গ্রহণের জন্য পলিসি গ্রহণ করেন। সেই পরিচিতিতে দেখে নিতে হবে আপনার বীমা পলিসিতে সেই সুবিধা দেওয়া আছে কিনা।

৫. কোথা থেকে পলিসি কিনবেন?

যখন আপনি পলিসি গ্রহণ করবেন তখন সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পলিসি গ্রহণ করুন। কখনোই কোন এজেন্ট থেকে পলিসি কিনবেন না। তার পাশাপাশি আপনি অফলাইনেও পলিসি গ্রহণ করতে পারেন।

Recent Posts